Thursday, January 15, 2026

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ বেয়ার গ্রিলসের

Date:

Share post:

Man vs Wild-এর মাধ্যমে গোটা বিশ্বে বিপুল জনপ্রিয়তা লাভ করা বেয়ার গ্রিলসকে(Bear Grylls) এবার দেখা গেল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে(Ukraine)। সেখানকার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির(Volodymyr Zelenskyy) সঙ্গে সাক্ষাত করলেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, গ্রিলস এবং জেলেনস্কির উপস্থিতিতে টিভির পর্দায় এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ছবি ফুটে উঠতে চলেছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, ইউক্রেনের রাজধানী কিয়েভে জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করেন ব্রিটিশ কমান্ডো তথা Man vs Wild এর সঞ্চালক বেয়ার গ্রিলস। তাঁদের সেই সাক্ষাতের ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গ্রিলস লেখেন, “চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কিছু সময় কাটানোর সৌভাগ্য হয়েছে। এই অভিজ্ঞতা অভূতপূর্ব। যুদ্ধের মাঝেই শীতের মরশুমের মুখোমুখি হতে চলেছে দেশটি। কিন্তু পরিকাঠামোয় লাগাতার হামলার জন্য লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকার প্রবল লড়াই চালাতে হচ্ছে।” একইসঙ্গে তিনি আরও লেখেন, জেলেনস্কির এই লড়াই শীঘ্রই দেখানো হবে টিভির পর্দায়। ‘I got so much more’ শীর্ষক প্রোগ্রামে উঠে আসবে অনেক অজানা তথ্য। এই প্রোগ্রামে জেলেনস্কির সম্পূর্ণ অজানা দিক বিশ্বের সামনে উঠে আসবে। আমি তাঁর (জেলেনস্কি) কাছে জানতে চাই কীভাবে তিনি এত কিছু সামলাচ্ছেন।

উল্লেখ্য, Man vs Wild অনুষ্ঠানে এর আগে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা গিয়েছে জনপ্রিয় এই সঞ্চালককে। তাঁর এই অনুষ্ঠানে দেখা গিয়েছে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তবে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের আবহে জেলেসস্কির সঙ্গে গ্রিলসের সাক্ষাৎ সম্পূর্ণ অন্যমাত্রা পেয়েছে। গ্রিলস-জেলেনস্কি জুটিকে এক সঙ্গে দেখার জন্য অনেকেই প্রবল আগ্রহ প্রকাশ করেছেন এই অনুষ্ঠানের দর্শকরা।

spot_img

Related articles

রাজ্যের ডিজিপি-কলকাতার পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার আর্জি নিয়ে শীর্ষ আদালতে ইডি

আইপ্যাক অফিসে তল্লাশি মামলায় (ED raid in ipac office) সুপ্রিম শুনানির দিন নতুন আবেদন নিয়ে হাজির হল এনফোর্সমেন্ট...

যুদ্ধকালীন পরিস্থিতি ইরানে, আকাশসীমা বন্ধ খামেনেইয়ের দেশের!

একদিকে দেশজুড়ে বিক্ষোভ অন্যদিকে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চোখরাঙানি- দুয়ের জেরে পিছু হটতে বাধ্য হলো ইরান (Iran)!...

আজ উত্তরবঙ্গ সফরে মমতা, শিলান্যাস করবেন মহাকাল মন্দিরের

বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরে দমদম বিমানবন্দর (NSCBI Airport) থেকে তিনি বাগডোগরার...

আজ নন্দীগ্রামে সেবাশ্রয়ের উদ্বোধন, মডেল ক্যাম্প পরিদর্শন করবেন অভিষেক 

ডায়মন্ড হারবারের পর এবার নন্দীগ্রাম (Nandigram)। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয়...