বিশ্বভারতীতে বিক্ষোভ অব্যাহত, উপাচার্যের বাড়ির সামনে অবস্থানে পড়ুয়াদের একাংশ

গোলমাল অব্যাহত বিশ্বভারতীতে (Viswabharati)। তাঁর পদত্যাগ-সহ একাধিক দাবি নিয়ে এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) বাড়ি পূর্বিতার সামনে অবস্থান-বিক্ষোভে বসেছেন পড়ুয়াদের একাংশ। বোলপুরের কনকনে ঠান্ডায় লেপ-কম্বল মুড়ি দিয়েও লাগাতার অবস্থান চালাচ্ছেন বিক্ষোভকারীরা। এর পাশাপাশি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী-সহ অনেককেই ইমেল করেছেন তাঁরা।

শুক্রবার ১০ দিনে পড়ল বিশ্বভারতীর পড়ুয়াদের বিক্ষোভ। অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)-সহ অনেকেই চিঠি পাঠাচ্ছেন পড়ুয়াদের একাংশ। চিঠি যাচ্ছে বিক্ষোভরত পড়ুয়া মীনাক্ষি ভট্টাচার্যের তরফ থেকে।

যে যে দাবিগুলি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা, সেগুলি হল-
ঐতিহ্যবাহী পৌষ মেলা পূর্ব পল্লির মাঠে করতে হবে।
ষড়যন্ত্র করে গবেষক ছাত্রীর পিএইচডি আটকানো যাবে না।
দ্রুত সব ফল প্রকাশ করতে হবে।
অবিলম্বে এইড ফান্ড এবং বিভিন্ন স্কলারশিপের টাকা প্রদান করতে হবে। এডমিশন ফি, হোস্টেল ফি আগের মত করতে হবে।
অবিলম্বে হোস্টেলের যে সকল শূন্য আসন রয়েছে সেগুলিকে পূরণ করতে হবে।
ভবন সংলগ্ন হোস্টেল দিতে হবে।

এসবের পাশাপাশি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবি জানানো হয়েছে।

মীনাক্ষি ভট্টাচার্য জানিয়েছেন, বিশ্বভারতী তরফ থেকে কোনও বার্তা না দেওয়ায় ঠান্ডা মধ্যে কষ্ট করেই তাঁদের বিক্ষোভ চলছে। আগামী দিনে তারা বিশিষ্টজনদের তাঁদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানাবেন বলেও জানান পড়ুয়ারা।

Previous articleশুভেন্দুর প্ররোচনায় তৃণমূল উপ-প্রধানের উপর হামলা, তমলুক হাসপাতালে দেখতে গেলেন কুণাল
Next articleগণতন্ত্র নিয়ে আমাদের জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই, রাষ্ট্রসংঘে স্পষ্টবার্তা ভারতের