Monday, August 25, 2025

তহবিলের টাকা খরচ করেননি বিধায়করা, কেন্দ্রের রিপোর্টে অস্বস্তিতে মোদির রাজ্যে

Date:

Share post:

নির্বাচন চলছে গুজরাটে(Gujrat), একইসঙ্গে চলছে গালভরা ভাষণ। অথচ গুজরাটে দীর্ঘবছরের বিজেপি(BJP) শাসনে কেন্দ্রীয় সরকারের(central Govt) তরফে সাম্প্রতিক যে ছবি প্রকাশ্যে এল তাতে অস্বস্তিতে পড়তে হল গেরুয়া শিবিরকে। মোদি সরকারের রিপোর্ট বলছে মোদি রাজ্যের অধিকাংশ জনপ্রতিনিধি বিধায়ক তহবিলের(MLA Fund) টাকাই খরচ করতে পারেননি। পাঁচ বছরে বরাদ্দ হওয়া ১,০৭৬ কোটি টাকার মধ্যে ফিরে গিয়েছে ২৭২ কোটি টাকা! ফলে মানুসের টাকায় মানুষের কাজে বিজেপি বিধায়কদের যে খুব একটা আগ্রহ নেই এই রিপোর্টও সে কথা স্পষ্ট করে দিচ্ছে।

রিপোর্ট বলছে, গুজরাটে যে সকল বিধায়ক তাঁদের তহবিলের টাকা খরচ করতে পারেননি সেই তালিকায় রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ঘাটলোদিয়া কেন্দ্রের এই বিধায়ক তাঁর বিধায়ক তহবিল হিসাবে প্রাপ্ত অর্থের ২৭ শতাংশই খরচ করতে পারেননি। আরও খারাপ পরিস্থিতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর কেন্দ্রে। রাজকোট (পশ্চিম) কেন্দ্রে বিধায়ক তহবিলের ৪২ শতাংশ টাকাই খরচ করা হয়নি। শুধু তা-ই নয়, ২০২১ সালে রূপাণীকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পর তাঁর বিধানসভা কেন্দ্রে বিধায়ক তহবিলের কোনও টাকাই খরচ করা হয়নি।

রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচ বছরে বিধায়ক তহবিলের টাকায় মোদির রাজ্য গুজরাটে ৯,৮১৫টি উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু অসম্পূর্ণ থেকে গিয়েছে ৬,৬৮৮টি কাজ। আর মাঝপথেই কাজ থামিয়ে দেওয়া হয়েছে ৫,২১২টি প্রকল্পের। শাসকদল বিজেপির এহেন বেহাল অবস্থা হলেও টাকা খরচে বিষয়ে বিজেপির চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে গুজরাটের বিরোধী দল কংগ্রেসের বিধায়করা। উল্লেখ্য, নিজের বিধানসভা এলাকার উন্নয়নের জন্য প্রতিবছর দেড় কোটি টাকা করে পান বিধায়করা। এই টাকায় কোথায় কী কাজ হবে সেটা স্থানীয় প্রশাসনের সঙ্গে আলচনা করে কাজ করেন বিধায়ক। তবে ৫ বছরে সেই টাকা খরচ না হলে টাকা ফিরে যায় কেন্দ্রের কাছে।

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...