রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ বড় নির্দেশ হাই কোর্টের

৬ জানুয়ারির মধ্যে রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া DA মেটানোর নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)। শুক্রবার, এই নির্দেশ দেন তিনি।

রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের ডিএ এখনও পুরোটা না মেটানো বিষয়টি এদিন বিচারপতি মান্থার এজলাসে তোলেন কর্মীদের পক্ষের আইনজীবী সৌম্য মজুমদার (Soumya Majumder)। এর পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumennath Mukherjee) বলেন, রাজ্যে বকেয়া মেটানো নিয়ে আগের রায়ের রিভিউ (Review) চেয়ে আবেদন করেছে। সেই মামলার শুনানি ১৪ ডিসেম্বর। এই মন্তব্য শুনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি মান্থা । তিনি বলেন, রিভিউ পিটিশন করলেও বকেয়া টাকা মেটানোর নির্দেশ কার্যকর না করা যায় না। এরপরেই বিচারপতি নির্দেশ দেন, ১৪ ডিসেম্বরের পরিবর্তে ৬ জানুয়ারি রিভিউ মামলার শুনানি করবে আদালত। তার আগে বকেয়া ডিএ মেটাতে হবে।

বিচারপতি বলেন, ডিএ কর্মীদের অধিকার। এটা দয়া নয়, এটা এখন স্পষ্ট। আর কর্মীরা আছে বলে প্রতিষ্ঠান আছে। নির্দেশ কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্ট এই ডিএ মেটানো নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন বিচারপতি।

রাজ্যের তরফে জানানো হয়, ৫১০ কোটি টাকা দেওয়া হয়েছে। সরকার চেষ্টা করছে। বিচারপতি পাল্টা বলেন, ‘‘কর্মীদের বঞ্চিত করা যাবে না। এটা তাঁদের কষ্টের দাম।”

আরও পড়ুন- অভিষেকের সভার আগে কাঁথিতে কুণালের চায়ের আড্ডা, মহিলাদের বিশেষ বার্তা