Sunday, August 24, 2025

দিল্লিতে পুরনির্বাচন (Delhi Municipal Corporation) ঘিরে সরগরম রাজধানী। প্রভাব পড়ল চিত্তরঞ্জন পার্কের (Chiitaranjan Park) ভোটারদের মধ্যে, উত্তাপ ছড়াল ‘মিনি কলকাতা’। পুর নির্বাচনে একজনও বাঙালি প্রার্থী (Bengali Candidate) দেওয়া হয়নি, এই নিয়ে এদিন ক্ষোভ উগরে দিলেন দিল্লির বাঙালিরা। ভোট (Election) মেশিনেও তার প্রতিফলন ঘটেছে।

আজ রবিবার অর্থাৎ ৪ ডিসেম্বর দিল্লির পুরনিগমের ভোটগ্রহণ ছিল। কিন্তু এই নির্বাচনকে ঘিরে ক্ষুব্ধ দিল্লির বাঙালিরা। বিজেপি (BJP), আপ (AAP) কিংবা কংগ্রেস (Congress) – কোনও দলই বাঙালিদের সম্মান করে না বলে দাবি দিল্লির বাঙালিদের। এলাকায় অন্তত ২০ থেকে ২৫ লক্ষ বাঙালি আছে। কিন্তু কোনও দলই বাঙালিদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়নি। পুর নির্বাচনে কোথাও কোনও দল কোনও বাঙালিকে প্রার্থী করেনি। ভাল ভাল কর্মী থাকা সত্ত্বেও তাদের সুযোগ দেওয়া হয়নি, এমনই অভিযোগ তুলছেন বাসিন্দারা। ওয়ার্ড নম্বর ১৭১, অর্থাৎ চিত্তরঞ্জন পার্ক ওয়ার্ডে বিজেপি দলেই প্রার্থী হওয়ার উপযুক্ত অন্তত ৬ জন বাঙালি ছিলেন। কিন্তু, সম্ভবত বাঙালি হওয়াতেই তাঁদের সুযোগ দেওয়া হয়নি। সেই কারণেই দুপুর ১টা বেজে গেলেও মাত্র ২০ শতাংশ ভোট পড়েছে চিত্তরঞ্জন পার্কে। ২৫০টি ওয়ার্ডে মোট ১,৩৪৯ জন প্রার্থী ভোটে লড়ছেন।  সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোটের ফল বেরোবে আগামী ৭ ডিসেম্বর । রাজ্য নির্বাচন কমিশন অনুসারে, দিল্লিতে মোট ভোটারের সংখ্যা ১,৪৫,০৫,৩২২ যার মধ্যে ৭৮,৯৩,৪০৩ জন পুরুষ, ৬৬,১০,৮৫৮ জন মহিলা এবং ১,০৬১ জন ট্রান্সজেন্ডার রয়েছে৷ দিল্লিতে ১০০ বছরের বেশি বয়সী ২২৯ জন ভোটার রয়েছেন। ৮০ থেকে ১০০ বছরের মধ্যে ভোটারের সংখ্যা ২,০৪,৩০১। প্রথমবার ভোট দেওয়া যুবকের সংখ্যা প্রায় ৯৫৪৫৮।

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version