অনান্যদিনের মতই এদিনও বাসস্টপে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন যাত্রীরা। ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন তাঁরা। কিন্তু আচমকাই তীব্র গতিতে ছুটে আসা একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ৬ জনের। আহত হয়েছেন ১০ জন। যা৬দের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের, আহত কমপক্ষে ১৫
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলামে। রাস্তায় লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে দুর্ঘটনার দৃশ্য। যা দেখে শিউড়ে উঠেছেন সকলেই। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ক্রসিংয়ের দিকে তীব্র গতিতে ছুটে আসছে একটি ট্রাক। মোড়ের কাছে এগিয়ে আসার সময়েও গতি কমায়নি গাড়িটি। আর তারপরেই অল্প বাঁদিকে বেঁকে বাসস্টপে দাঁড়িয়ে থাকা একদল লোককে তীব্র গতিতে ধাক্কা মারে সেটি।

জেলা কালেক্টর নরেন্দ্র কুমার সূর্যবংশী জানিয়েছেন দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক অভিষেক তিওয়ারি।

দুর্ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের চালক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
