Friday, November 7, 2025

গোলের পর সাম্বা নাচ, ফের নাচের সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন তিতে

Date:

শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। শেষ আটের ম‍্যাচে নামার আগে ফের দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গোলের পর নাচের সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন ব্রাজিলের কোচ তিতে। বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দৃষ্টি নন্দন ফুটবল উপহার দেন নেইমার, ভিনিসিয়াস, রিচার্লিসন, রাফিনহা সহ গোটা ব্রাজিল দল। সেই ম‍্যাচেই গোলের পর নাচের মাধ্যমে সেলিব্রেশনে মাতেন নেইমার, রিচার্লিসনরা। নেইমার দের সঙ্গে নাচ করেন কোচ তিতেও। আর এই নাচ নিয়েই শুরু হয়েছে নতুন জলঘোলা! ফুটবল মহলের বেশ কিছু সমালোচক বলছেন ব্রাজিল ফুটবলারদের এই নৃত্য বিপক্ষ দল, খেলোয়াড় এমনকি ফুটবলকে অপমান করছে। রয় কিনের মতো কিছু কিছু প্রাক্তন ফুটবলার এই নাচকে বিপক্ষের প্রতি অশ্রদ্ধা প্রকাশ বলে অভিহিত করেছেন। আর এই নিয়েই ফের একবার মুখ খুললেন নেইমারদের হেডস‍্যার।

এদিন সাংবাদিক সম্মেলনে তিতে বলেন,”আমি তাদের প্রতি কোনো বার্তা দেবো না যারা ব্রাজিল দেশের ইতিহাস এবং সংস্কৃতি জানেন না। যারা ব্রাজিলের মানুষদের জীবনযাপন জানেন না। আমি আমাদের সংস্কৃতি আমার দল এবং আমার কাজকে সম্মান করি। এটিই ব্রাজিল সংস্কৃতি এবং এটি কোনওদিনই অসম্মান করেনা। যারা আমার সঙ্গে কাজ করেন এবং আমায় সত্যি চেনেন তারা জানেন আমায় যদি নাচ করতে হয় আমি নাচবো। আমায় শুধু প্রশিক্ষণ নিতে হবে। আমার ঘাড় শক্ত।”

এখানেই না থেমে তিতে আরও বলেন,”কে কী বলল তাতে সত্যিই আমাদের কিছু যায় আসে না। এটা ব্রাজিল দল এবং আমি তার কোচ। কোচ হিসেবে আমারও দায়িত্ব থাকে। আমি তাদের কোনও উত্তর দেব না যারা ব্রাজিলের ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে অজ্ঞাত। আমি যেমন, আমার দল যেমন, সেই সংস্কৃতিকে আমি সম্মান করি। ব্রাজিলের সংস্কৃতিতে কাউকে ছোট করা হয় না। এটাই আমাদের সভ্যতা।”

আরও পড়ুন:‘ক্রোয়েশিয়ার মাঝমাঠ যথেষ্ট আক্রমণাত্মক’, কোয়ার্টার ফাইনালে নামার আগে বললেন তিতে

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version