৫ বছর কেটে গেলেও খোঁজ মেলেনি নাবালকের! সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

২০২০ সালে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ফের হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তারপরই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট।

বাড়ির কাছে টিউশন (Tution) পড়তে গিয়ে আচমকাই নিখোঁজ (MIssing) হয়ে যায় বছর ১৬-এর নাবালক। এরপর দীর্ঘ ৫ বছর কেটে গেলেও খুঁজে পাওয়া যায়নি নদীয়ার (Nadia) নিখোঁজ ছাত্রের। ২০১৭ সালে সন্তুর নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের তরফে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হলেও লাভের লাভ কিছুই হয়নি। এরপর ছেলেকে খুঁজে পেতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন নিখোঁজ ছাত্র সন্তুর মা। সেইসময় কলকাতা হাইকোর্ট রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি-র (CID) হাতে তদন্তভার তুলে দেয়। তবে বছরের পর বছর কেটে গেলেও খুঁজে পাওয়া যায়নি নদীয়ার নাবালককে।

এরপর ২০২০ সালে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ফের হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তারপরই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিষয়টি উঠলে অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি।

নিখোঁজ ছাত্রের পরিবারের অভিযোগ, বছরের পর বছর কেটে গেলেও বাড়ি ফেরেনি ছেলে। কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কী না? সে বিষয়ে আমরা কিছুই চাই না। আমরা চাই অবিলম্বে ছেলের কোনও খবর পেতে। সেকারণেই আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলাম। আদালত আমাদের অনুরোধকে মান্যতা দিয়েছে।

 

 

Previous articleCBI-এর ‘তৎপরতার’ নজির! নেতাইকাণ্ডের ১১ বছর পরেও ১১৫ জনের সাক্ষীর মধ্যে মাত্র ২৬ জনের বয়ান রেকর্ড
Next articleভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী: ‘অতিরিক্ত মন্তব্য’ না করার কথা জনিয়েও বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়