ইউটিউব বিজ্ঞাপনে ক্ষতি হচ্ছে লেখাপড়ার! সুপ্রিম নির্দেশে চাপে ছাত্র

তবে জরিমানার পর ক্ষমা চায় ছাত্র। আনন্দকিশোর সাফ জানায় সে অত্যন্ত গরীব পরিবারের ছেলে। এত টাকা দেওয়ার সামর্থ্য তার বা পরিবারের কারও নেই। তবে ছাত্রের কাকুতি মিনতি শুনে আদালত জরিমানার অঙ্ক কিছুটা কমিয়েছে। তবে বর্তমানে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে মধ্যপ্রদেশের ছাত্রটিকে।

ইউটিউবে (You Tube) যেসব বিজ্ঞাপন (Advertisement) দেখান হচ্ছে তাতে প্রাধান্য পাচ্ছে যৌনতা। আর ইউটিউবের এমন বিজ্ঞাপন দেখে ক্ষতি হচ্ছে লেখাপড়ার। এমন অভিযোগ নিয়েই সম্প্রতি সুপ্রিম কোর্টে (Supreme Court of India) গুগল ইন্ডিয়ার (Google India) বিরুদ্ধে ৭৫ লক্ষ টাকার মামলা দায়ের করেছিল এক ছাত্র। উল্টে ছাত্রকে লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে যদি ওই ধরণের বিজ্ঞাপন আপনি দেখতে পছন্দ নাই করেন তাহলে কেন দেখছেন? আপনাকে তো বাধ্য করা হয়নি এই ধরণের বিজ্ঞাপন দেখতে।

মামলাকারী ওই ছাত্রের নাম আনন্দকিশোর চৌধুরী। সে মধ্যপ্রদেশের বাসিন্দা বলে খবর। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিশান ও বিচারপতি অভয় এস ওকারের বেঞ্চে (Bench) মামলাটি উঠলে আদালত সাফ জানায়, এই ধরণের মামলার কোনও ভিত্তি নেই। এসব মামলা করে আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হচ্ছে। এরপরই মামলাকারীকে ১ লক্ষ টাকা জরিমানা (Fine) করা হয়।

তবে জরিমানার পর ক্ষমা চায় ছাত্র। আনন্দকিশোর সাফ জানায় সে অত্যন্ত গরীব পরিবারের ছেলে। এত টাকা দেওয়ার সামর্থ্য তার বা পরিবারের কারও নেই। তবে ছাত্রের কাকুতি মিনতি শুনে আদালত জরিমানার অঙ্ক কিছুটা কমিয়েছে। তবে বর্তমানে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে মধ্যপ্রদেশের ছাত্রটিকে।

 

 

Previous articleআজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে নামছে পর্তুগাল, প্রতিপক্ষ মরক্কো
Next articleবিএনপি সমাবেশে ব্যাপক সংঘর্ষ ঢাকায়, গ্রেফতার একাধিক নেতা