Saturday, August 23, 2025

ত্রিপুরায় শক্তিবৃদ্ধি তৃণমূলের! নয়া রাজ্য সভাপতি পীযুষকান্তি বিশ্বাস

Date:

Share post:

সমস্ত জল্পনার অবসান। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি (Tripura State President) হিসাবে নিযুক্ত হলেন পীযুষকান্তি বিশ্বাস। কয়েকদিন আগেই দিল্লিতে (Delhi) গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে দলে যোগ দেন ত্রিপুরা কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি তথা আইনজীবী পীযুষ। ত্রিপুরায় বেশ কিছুদিন ধরেই সংগঠন মজবুত করার কাজ শুরু করেছে তৃণমূল (TMC)। গত পুরসভা নির্বাচনে (Municipal Election) ত্রিপুরায় বেশ ভালো ফলও করেছিল ঘাসফুল শিবির। আর সেই ফলাফলকে হাতিয়ার করেই ত্রিপুরায় সংগঠনের ভিত শক্তপোক্ত করেছে তৃণমূল। তবে গত অগাস্ট মাসে সুবল ভৌমিকের অপসারণের পর তৃণমূলের রাজ্য সভাপতির পদটি ফাঁকা ছিল। এতদিন রাজ্য সভাপতির বদলে দলের সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) এবং সুস্মিতা দেব (Sushmita Deb)। এবার সুবলের জায়গায় স্থায়ী রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হল পীযুষকান্তি বিশ্বাসকে।

উল্লেখ্য, গত বুধবারই পীযুষকান্তি বিশ্বাস (Pijush Kanti Bishwas) সদলবলে তৃণমূলে যোগ দেন। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। তবে তিনি একা নন, তৃণমূলে নাম লেখান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক তেজেন দাস ও অনন্ত বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি পূর্তিনা চাকমা ও সমরেন্দ্র ঘোষ। সেদিন থেকেই শোনা যাচ্ছিল পীযুষবাবুকে তৃণমূলের রাজ্য সভাপতি করা হতে পারে। অবশেষে রবিবার সেই জল্পনা সত্যি হল। নতুন বছরের শুরুতেই ত্রিপুরায় নির্বাচন। আর সবকিছু ঠিক থাকলে পীযুষবাবুর নেতৃত্বেই ত্রিপুরায় নির্বাচনে লড়াই করবে তৃণমূল। এদিকে আগামী ১২ এবং ১৩ ডিসেম্বর দুদিনের মেঘালয় সফরে যাওয়ার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই সফরেই ত্রিপুরায় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা।

তৃণমূলের ত্রিপুরার ইউনিটের তরফে রবিবার এই খবর টুইট করে জানানো হয়েছে। লেখা হয়েছে ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে আমাদের পরিবার আজ আরও শক্তিশালী হয়ে উঠল। মা-মাটি-মানুষের স্বার্থে আমাদের সঙ্গে যোগ দিলেন প্রাক্তন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলকে দলে আন্তরিকভাবে স্বাগত।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...