Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) অবশেষে আশঙ্কাই সত‍্যি হল। প্রথম টেস্ট থেকে ছিটকেই গেলেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। রোহিতে জায়গায় ভারতীয় দলে এলেন বাংলার অভিমন‍্যু ঈশ্বরন। এদিন এমনটাই জানাল বিসিসিআই।

২) বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই পর্তুগালের কোচকে একহাত নিলেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা। ফের্নান্দো স্যান্টোসের উদ্দেশ করে জর্জিনা লেখেন,” তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে অবহেলা করতে পারো না।

৩) দ্বিশতরান করেও একটা আক্ষেপ রয়ে গিয়েছে বলে জানান ঈশান কিষান। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ঈশান বলেন,” আমি যখন আউট হই, তখন প্রায় ১৫ ওভার বাকি ছিল। আমি তিনশো করে দিতে পারতাম।

৪) ঈশান কিষানের দরন্ত ইনিংস দেখে ঈশানকে বিশেষ বার্তা দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিজের সোশ্যাল মিডিয়ায় রোহিত লেখেন,” ঈশান কিষান এই ক্লাবের মজাই আলাদা।’’

৫) রোনাল্ডোকে বসানোর জন‍্য কোন আক্ষেপ নেই’, বললেন পর্তুগালের কোচ ফের্নান্দো স‍্যান্টোসের। তিনি বলেন, রোনাল্ডোকে বসানোর জন্য কোনও আক্ষেপ নেই আমার। ভেবেচিন্তে যদি দল না গঠন করি, তা হলে কিছুই হবে না।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Previous articleআজ মেঘালয় সফরে তৃণমূলনেত্রী, সঙ্গে অভিষেক
Next articleসাকেত ইস্যুতে নির্বাচন কমিশনে আজ তৃণমূলের প্রতিনিধি দল