Saturday, January 31, 2026

আজ বিশ্বকাপের সেমিফাইনাল, মুখোমুখি মেসি বনাম লুকা মদ্রিচ, তার আগে একনজরে দুই তারকার কিছু সাফল্যের মুহূর্ত

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল। প্রথম ম‍্যাচে আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। আর্জেন্তিনায় যেমন রয়েছেন লিওনেল মেসি। অপরদিকে ক্রোয়েশিয়ার রয়েছেন লুকা মদ্রিচ। তাই এই দুই তারকা ফুটবলারের ওপর নজর থাকবে ফুটবল বিশ্বের। তার আগে একনজরে দেখে নেওয়া যাক দুই ফুটবলারের সাফল্যের কিছু মুহূর্ত

* লিওনেল মেসি এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপের আসরে নামলেন। ২০২২ কাতার বিশ্বকাপই মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপ। আর্জেন্তিনার জার্সি গায়ে বিশ্বকাপে এখনও পযর্ন্ত গোল করে গ‍্যাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে মেসি। এখনও পযর্ন্ত করেছেন ১০ টি গোল। টপকে গিয়েছেন কিংবদন্তি মারাদোনাকে। ক্লাব কেরিয়ারে লা-লিগা, কোপা দেল রে, উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের স্বাদ পেলেও, দেশের জার্সিতে এখনও অধরা বিশ্বকাপের ট্রফি। তবে সদ‍্য কোপা আমেরিকা জয় করেছে মেসির আর্জেন্তিনা। এখন পাখির চোখ বিশ্বকাপ।

*লকু মদ্রিচ তিনিও এই নিয়ে পঞ্চম বার বিশ্বকাপের আসরে নেমেছেন। মেসির মতন তাঁরও এটা শেষ বিশ্বকাপ। তিনিও ক্লাব ফুটবলে লা-লিগা, কোপা দেল রে, উয়েফা চ‍্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ পেয়েছেন। কিন্তু দেশের জার্সিতে হাতে নেই কোন ট্রফি। শেষ বিশ্বকাপে ফাইনালে উঠলেও, ফ্রান্সের কাছে হেরে যান তারা।

একনজরে মেসি বনাম লুকা মদ্রিচের ফুটবল কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ সাফল্য

মেসি বার্সলোনা পর এখন খেলছেন পিএসজিতে।
মদ্রিচ খেলছেন রিয়াল মাদ্রিদে।

লা-লিগা চ‍্যাম্পিয়ন- মেসি ১০ বার, মদ্রিচ ৩ বার।

উয়ফা চ‍্যাম্পিয়ন্স লিগ- মেসি ৪ বার, মদ্রিচ ৫ বার।
ব‍্যালন ডি’অর- মেসি ৭ বার, মদ্রিচ ১ বার।

দেশের জার্সিতে মেসি বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ২০১৪-তে। মদ্রিচ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ২০১৮-তে।

এই দুই ফুটবলার ছাড়াও দু’দলের আর যে ফুটবলারের মধ‍্যে লড়াই চলবে তারা হলেন দুই দলের গোলরক্ষক। আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোবিচ। কারণ এই দুই গোলরক্ষকের হাত ধরেই কোয়ার্টার ফাইনালে রাস্তা পার করেছে তাদের দল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে টাইব্রেকারে দুরন্ত সেভ করেন লিভাকোভিচ। অপরদিকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে দুরন্ত সেভ করেন আর্জেন্তিনার মার্টিনেজ।

আরও পড়ুন:বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে হতাশ সেলেকাওরা, সতীর্থদের কথাবার্তা প্রকাশ‍্যে আনলেন নেইমার

 

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...