Monday, May 5, 2025

বালুরঘাটের বিডিও-কে বিজেপি নেতার চেয়ার ছোড়া! প্রতিবাদ সহকর্মীদের, কড়া পদক্ষেপের আশ্বাস জেলাশাসকের

Date:

বালুরঘাটের (Balurghat) বিডিও-কে চেয়ার ছুড়ে মারার অভিযোগের ঘটনায় অভিযুক্ত বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন দক্ষিণ দিনাজপুরেরজেলা শাসক। মঙ্গলবার, হাসপাতালে চিকিৎসাধীন বিডিও অনুজ শিকদারকে (BDO Anuj Shikdar) দেখতে যান জেলাশাসক। সেখানে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। পরে জানান, এই বিষয়ে তদন্ত করে দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এদিন বালুরঘাটের বিডিও অফিসের কর্মীরা কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানাল। কর্মীদের সঙ্গে কালো ব্যাজ পড়ে প্রতীকী প্রতিবাদে সামিল হন খোদ বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও সুশান্ত প্রামাণিক। কর্মীদের মতে, সোমবারের ঘটনার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

২০ আসন বিশিষ্ট ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে সোমবার ছিল অনাস্থা ভোট। সোমবার বিজেপির পক্ষ থেকে পুলিশ দিয়ে অনাস্থা ভোট ভেস্তে দেওয়ার অভিযোগ তোলার কিছুক্ষণ বাদে বিডিও অফিসে ঢুকে বিডিও অনুজ শিকদারকে চেয়ার ছুড়ে মারার অভিযোগ উঠে বিজেপি (BJP) নেতা সুভাষ সরকারের (Subhash Sarkar) বিরুদ্ধে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও তার সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। এদিন সকালে বালুরঘাট বিডিও অফিসের কর্মীরা কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানান। তবে এখনও পর্যন্ত কর্মবিরতি করেননি তাঁরা।

আরও পড়ুন-  শুভেন্দুর কুৎসার জবাবে হাজরায় তৃণমূলের সভায় জনজোয়ার

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version