Sunday, November 9, 2025

লালন শেখের রহস্যমৃ*ত্যু: CBI অফিসারদের বিরুদ্ধে খুন-তোলাবাজি-হুমকি-লুঠের মামলা রুজু

Date:

Share post:

বাড়ি সিল করে তালা লাগিয়েছিল সিবিআই। আদালতের নির্দেশ বাড়ি খুলে দিতে হবে। কিন্তু সেই চাবি নাকি খুঁজে পাচ্ছে না সিবিআই। অগত্যা তালা ভেঙে লালন শেখের স্ত্রী ও মেয়েকে বাড়িতে ঢোকার অনুমতি দেয় সিবিআই। ঘরে ঢুকে লালনের স্ত্রী ও মেয়ের চাঞ্চল্যকর দাবি, বাড়ি কার্যত খালি! তল্লাশির নামে লুঠপাঠ চলেছে। গয়না, টাকা, টিভি উধাও।

আরও পড়ুন:লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার হাতে নিল সিআইডি, ময়নাতদন্তের পরও দেহ নিল না পরিবার

এদিকে সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের হত্যা নাকি আত্মহত্যা, সেই বিতর্কের মাঝেই রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি। মঙ্গলবার রাতেই রামপুরহাটে পৌঁছে যান রাজ্যের রাজ্যের গোয়েন্দারা।
পরিবারের লোকেরাই সিআইডি তদন্তের দাবি জানিয়েছিলেন। সিবিআইয়ের বিরুদ্ধে পরিবারের অভিযোগ, ৫০লক্ষ টাকা না দিলে লালনকে আর দেখতে পাবে না তাঁরা, এমনটাই হুমকি দেওয়া হয়েছিল।

অন্যদিকে, রামপুরহাট হাসপাতালে ময়নাতদন্ত হয় লালন শেখের। কিন্তু প্রথমে দেহ নিতে অস্বীকার করে পরিবারে লোকেরা। সিবিআইয়ের তদন্তকারী অফিসারের বিরুদ্ধে রামপুরহাট থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন লালনের স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে সিআইডি। সিবিআই ভূমিকা খতিয়ে দেখবেন রাজ্যের গোয়েন্দারা। মামলা রুজু করা হয়েছে খুন, তোলাবাজি, হুমকি, লুঠপাট-সহ একাধিক ধারায়।

উল্লেখ্য, গত ২১ মার্চ বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে খুন হন প্রাক্তন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। এরপর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় গ্রামের বেশ কয়েকটি বাড়িতে। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ৭ জন। নেপথ্যে কারা? মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ। ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এই ডিসেম্বর মাসেই ঝাড়খণ্ডের একটি গ্রামে ধরা পড়ার পর, রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছিল লালনকে।

গত, সোমবার সিবিআইয়ে অস্থায়ী ক্যাম্পের শৌচাগারে পাওয়া যায় বগটুইকাণ্ডে মূল অভিযুক্তের ঝুলন্ত দেহ, তাও আবার বিবস্ত্র অবস্থায়! পরিবারের লোকেদের অভিযোগ, ”সিবিআই আধিকারিকরা নাকি তাঁদের বলেছিলেন, শেষ দেখা দেখে নিন, আর দেখতে পাবেন না! লালনের শারীরিক অবস্থাও ভালো ছিল না। তাঁকে জল ও খাবারও ঠিকমতো দেওয়া হচ্ছিল না”। এমনকী, মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য় ৫০ লক্ষ টাকাও দাবি করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা!

spot_img

Related articles

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...