দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আমেজে তাল কেটেছে বাংলায়। বাড়ছে তাপমাত্রার পারদ। যদিও এর মাঝে উত্তরে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার (Wednesday) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং (Darjeeling) কালিম্পং (Kalimpong)-এর পার্বত্য এলাকায়। শনিবার (Saturday) পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার থেকেই নামবে শহর ও শহরতলীর তাপমাত্রা।

আগামী ২৪ ঘন্টায় কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সিকিমে (Sikkim) তুষারপাতের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিস বলছে ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নিচে। সেক্ষেত্রে জেলার তাপমাত্রা পৌঁছাতে পারে ১২ ডিগ্রিতে। তাই জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করা যে এখন শুধু সময়ের অপেক্ষা তা বলাইবাহুল্য।
