Friday, January 2, 2026

মদ খেলে ম*রতে হবেই: বিষমদ কাণ্ডে ক্ষতিপূরণের সম্ভাবনা উড়িয়ে দিলেন নীতীশ

Date:

Share post:

বিহারে(Bihar) বিষমদে(Hooch) একাধিক মৃত্যুর ঘটনায় বুধবার বিরোধী বিধায়কদের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। আক্রমণ করেছিলেন ‘মাতাল’ বলে। এবার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বা আর্থিক সাহায্যের সম্ভাবনা উড়িয়ে নীতীশ জানালেন, “মদ খেলে মরতে হবেই।”

বৃহস্পতিবার পাটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীতীশ বলেন, “যারাই মদ খাবে তারাই মরবে। উদাহরণ সামনেই রয়েছে। খেলেই মরবে।” পাশাপাশি তিনি বলেন, আমার রাজ্যে মদ নিষিদ্ধ। কিন্তু যেসব রাজ্যে মদ নিষিদ্ধ নয় সেখানেও বহু মানুষের মৃত্যু হয় বিষমদের জেরে। নীতীশ বলেন, “আপনারা জানেন, বাপু (মহাত্মা গান্ধী) মদ নিষিদ্ধ করতে চাইতেন। এবং সারা পৃথিবীতে হওয়া গবেষণা থেকে জানা গিয়েছে, মদক কতটা খারাপ, এর জন্য কত মানুষকে মরতে হয়েছে। বিষমদ খেয়ে অসংখ্য মানুষ মারা গিয়েছে। এটা দেশের সর্বত্রই দেখা গিয়েছে। আমরা তো কড়া পদক্ষেপ করছিই। কিন্তু মানুষকে আরও সতর্ক হতে হবে। মনে রাখতে হবে, যেখানে মদ নিষিদ্ধ সেখানে মদ পাওয়া যাচ্ছে মানেই খারাপ কিছুই বিক্রি হচ্ছে।” এরপর স্পষ্টভাষায় তিনি বলেন, মৃতদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না।

উল্লেখ্য, ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই সিদ্ধান্তে রাজ্যকে নেশামুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও আসলে এর জেরে বিহারে তৈরি হয়েছে মদের বিশাল কালোবাজার। ব্যাপকভাবে যত্রতত্র এখানে গজিয়ে উঠেছে চোলাই মদ। এই পরিস্থিতে সম্প্রতি বিহারের সারন জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। যার জেরে উত্তাল হয়ে ওঠে বিহার বিধানসভা। বিহার সরকারের মদ নীতি নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। পালটা বিরোধী বিধায়কদের মাতাল বলে তোপ দাগেন নীতীশ।

spot_img

Related articles

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...