এসএসসি কর্তৃপক্ষকে ভুল শুধরে  ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ হাই কোর্টের

স্কুল সার্ভিস কমিশনকে নিজের ‘ভুল শুধরে নেওয়া’র পরামর্শ দিল হাই কোর্ট। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে চাকরি বাতিল করুন। নিজেদের ভুল নিজেরা শুধরে নিলে ভাল হয়। বৃহস্পতিবার কর্মশিক্ষায় নিয়োগ সংক্রান্ত একটি শুনানিতে এই নির্দেশ দেন বিচারপতি।তিনি বলেন, কমিশনের কাজে কোনও ভুল হয়ে থাকলে, তা শুধরে নিয়ে তাদেরই ব্যবস্থা নেওয়া দরকার। কারণ, কমিশনের কাছে সব তথ্য রয়েছে। কোনটা ঠিক বা কোনটা ভুল তা তারাই জানে। এর পরেই তিনি পরামর্শ দিয়ে বলেন, ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে তাঁদের বাতিল করুন। তা হলে সিবিআইয়ের প্রয়োজন হবে না। কমিশন নিজের ক্ষমতা স্বতঃপ্রণোদিত ভাবে ব্যবহার করুক।

উল্লেখ্য, ২০১৬ সালে কর্মশিক্ষা বিষয়ে ৫১ জনের প্যানেল প্রকাশ করা হয়। অভিযোগ ওঠে, প্যানেলে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই কম নম্বর থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন। এই অভিযোগ জানিয়ে চার জন হাই কোর্টে মামলা করেন। এই মামলায় এসএসসির আইনজীবী স্বীকার করে নেন, একটি ভুল হয়ে গিয়েছে। সে প্রসঙ্গেই বিচারপতি বসু জানিয়েছেন, ভুল থাকলে পরে সেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে কমিশনের। মামলাকারীদের নির্দেশ দিয়েছেন, আগামী সোমবার ওই ‘ভুয়ো’ শিক্ষকদের তালিকা জমা দিতে হবে।এর ফলে এসএসসি কর্তৃপক্ষের ঢোঁক গেলা ছাড়া  আর কোনও উপায় নেই।

Previous articleপঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের
Next articleআগামিকাল ইস্টবেঙ্গলের সামনে শক্তিশালী মুম্বই