Friday, November 14, 2025

শুভেন্দুর কম্বল বিতরণী অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিরুদ্ধে FIR দায়ের নিহতের পরিবারের

Date:

আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে  পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করল নিহতের পরিবারের।  তার ভিত্তিতে ওই কর্মসূচির অন্যতম আয়োজক আসানসোল পুরসভার বিরোধী নেত্রী চৈতালী -সহ বিজেপির কয়েক জন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন:শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল, বেপাত্তা উদ্যোক্তা জিতেন তিওয়ারি

পুলিশ সূত্রের খবর, কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ঠের অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিহত ঝালি বাউরির ছেলে সুখেন বাউড়ি। অভিযুক্তদের বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (অবহেলার কারণে মৃত্যু), ৩০৮ (অপরাধজনিত নরহত্যার চেষ্টা) ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।ধৃতদের আজই আদালতে তোলা হবে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার জানান, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার মোদির তত্ত্বাবধানে তদন্ত চলছে।”

আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় শুরু থেকেই আয়োজকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, পাঁচ হাজার লোককে যে কম্বল বিলি করা হবে, কেন তার উল্লেখ পুলিশকে পাঠানো চিঠিতে নেই? কেন নেই বিরোধী দলনেতার হাজির থাকার প্রসঙ্গও? কর্মসূচিতে শৃঙ্খলারক্ষার ক্ষেত্রেই বা কী পদক্ষেপ করা হয়েছে? কেন অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা ছিল না সেখানে?এবার তারই তদন্তে নামল পুলিশ।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version