শনিবার শহরে স্বরাষ্ট্রমন্ত্রী, শাহকে দিয়ে জোকা-তারাতলা রুট উদ্বোধনের চেষ্টায় মেট্রোরেল কর্তৃপক্ষ

আগামিকাল শনিবার-ই জোকা-তারাতলা মেট্রো উদ্বোধন করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। শনিবার শহরে আসছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উপস্থিতিতেই কোনও একটি সময়ে উদ্বোধন করিয়ে নিতে চায় মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন:অমিত মালব্যের অভিযোগ পেতেই অতি সক্রিয় শাহ-পুলিশ, সংবাদমাধ্যমের সম্পাদকের বাড়িতে হানা
জানা গিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে রেলমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকে। যদিও তাদের তরফে এখনও সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। জোকা থেকে তারাতলা রুটে মোট ৬টি স্টেশনের সার্ভিস শুরু করার চেষ্টায় রয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

অন্যদিকে মেট্রোর তরফে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রাখা হয়েছে। যাতে সবুজ সংকেত এলেই মেট্রো পরিষেবা চালু করে দেওয়া যায়। যদিও রেল মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এখনও নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি যে অমিত শাহ এই উদ্বোধন করবেন কিনা। কিন্তু মেট্রোর তরফে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে রেলওয়ে সেফটি কমিশনার নিজে এই রুটের প্রস্তুতি দেখে দিয়েছেন এবং এই মুহূর্তে ছাড়পত্র সংক্রান্ত বিষয়গুলিরও সমাধান হয়েছে। অর্থাৎ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে রয়েছে এই জোকা-তারাতলা মেট্রো। শুধু চাকা ঘোরার অপেক্ষা।

Previous articleToday market price : আজকের বাজারদর
Next articleসাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা! গুরুতর আহত ১