Thursday, November 6, 2025

ফাইনালে মেসি-এমবাপেদের সামলাবেন এই অভিজ্ঞ রেফারি

Date:

আগামিকাল ফুটবল বিশ্বে মহারণ। রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। আর এই হাইভোল্টেজ ম‍্যাচ পরিচালনার জন‍্য রেফারির নাম জানাল ফিফা। মেসি-এমবাপেদের ম‍্যাচের দায়িত্ব পেলেন পোলিশ রেফারি জিমোন মারচিনিয়াক। এর আগে আর্জেন্তিনা ও ফ্রান্স উভয়ের ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন মারচিনিয়াক। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে ফ্রান্স বনাম ডেনমার্ক এবং শেষ ষোলো পর্বে আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

ফাইনালে মারচিনিয়াকের পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন খোদ ইতালীয় কিংবদন্তী রেফারি পিয়েরলুইজি কোলিনা, যিনি এবারের বিশ্বকাপে রেফারিদের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে ২০০টিরও বেশি ফুটবল ম্যাচ খেলিয়েছেন এই পোলিশ রেফারি। ২১ বছর বয়স থেকেই ম্যাচ রেফারি হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন মারচিনিয়াক। তবে তার পাশাপাশি অ্যামেচার ফুটবলার হিসাবে খেলতেন। কিন্তু ২০০৬ সালে ২৫ বছর বয়সে পুরোপুরি পেশাদার রেফারি হিসাবেই কাজ শুরু করেন তিনি। ফিফার তালিকাভুক্ত রেফারি হিসাবে তাঁর নাম ওঠে ২০১১ সালে। তারপর থেকে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হওয়ার জন্য তাঁকে বেছে নিয়েছে ফিফা। যেমন বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপের ফাইনালের ম্যাচের জন্যও।

একনজরে দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ ম্যাচে মারচিনিয়াককে সাহায্য করবেন কারা।

পোল্যান্ডের পাওয়েল সোকোলনিকি (সহকারী রেফারি ১), পোল্যান্ডের টোমাজ লিস্টকিউইচ (সহকারী রেফারি ২), মার্কিন যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাথ (চতুর্থ অফিশিয়াল), পোল্যান্ডের টোমাজ কুইয়াটোস্কি (ভিএআর রেফারি), ভেনেজুয়েলার জুয়ান সোটো (সহকারী ভিএআর), মার্কিন যুক্তরাষ্ট্রের কাইল অ্যাটকিন্স (অফসাইড ভিএআর) এবং মেক্সিকোর ফের্নান্ডো গুইরেরো (সাপোর্ট ভিএআর)।

 

Related articles

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...
Exit mobile version