Thursday, November 6, 2025

সমান গোল হলে কে পাবেন গোল্ডেন বুট? কী বলছে ফিফার নিয়ম?

Date:

Share post:

আর কয়েক ঘন্টা পরই বিশ্ব ফুটবলের মহারণ। লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স। কে চ‍্যাম্পিয়ন হবে, তা আর কয়েক ঘন্টা পরই জানতে পারবে গোটা বিশ্ব। আর এরই মধ‍্যে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে এখনও পযর্ন্ত পাঁচটি করে গোল করে এগিয়ে সোনার বুটের লড়াইয়ে। এছাড়াও এই পুরস্কারের দৌড়ে রয়েছেন আর্জেন্তিনার জুলিয়ান আলভারেজ এবং ফ্রান্সের জিরু। এই দুই স্ট্রাইকারের ঝুলিতে রয়েছে চারটি করে গোল। এখন কথা হচ্ছে, যদি তাঁদের গোলসংখ্যা সমান হয় তাহলে ‘গোল্ডেন বুট’ ক পাবেন?

এক্ষেত্রে বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’-এর লড়াই-এ যুগ্মভাবে রয়েছন মেসি এবং এমবাপে। দুজনেরই গোল সংখ‍্যা পাঁচ। এই দৌড়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন জুলিয়ান আলভারেজ ও জিরু। গোল্ডেন বুট’ পেতে হলে পেনাল্টিতে করা গোলও বিবেচ্য হয়। আর এক্ষেত্রে এদের থেকে এগিয়ে মেসি। দুই বা তার বেশি ফুটবলারের গোলসংখ্যা সর্বোচ্চ হলে, সেক্ষেত্রে ফিফা-র নিয়ম অন্যরকম। তখন ‘গোল্ডেন বুট’-এর লড়াইয়ে দেখা হবে কে কতগুলো অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ, কে ক’টি গোল করাতে সাহায্য করেছেন। সেই সংখ্যাও সমান হলে দেখা হবে, ফুটবলারদের ম্যাচ টাইম কত। এক্ষেত্রে ম্যাচ টাইমের দিক থেকে বাকি তিনজনের দিক থেকে এগিয়ে রয়েছেন মেসি। শুধু ম‍্যাচ টাইম নয়, ‘এল এম টেন’-এর পাঁচটি গোলের মধ্যে তিনটি এসেছে পেনাল্টি থেকে। সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। অর্থাৎ মেসির দেওয়া পাস থেকে তিনটি গোল পেয়েছে আর্জেন্তিনা। এদিকে এমবাপে পাঁচটি গোল করলেও, পেনাল্টি থেকে আসেনি কোনও গোল এবং তাঁর পাস থেকে এখনও পর্যন্ত হয়েছে দুটি গোল।

ওপর দিকে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে গোল্ডেন বুটের লড়াই-এ চলে আসা আলভারেজ মোট চারটি গোল করলেও আলভারেজের নামের পাশে অবশ্য কোনও ‘অ্যাসিস্ট’ নেই। অর্থাৎ, বিশ্বকাপে এখনও তাঁর দেওয়া পাস থেকে কোনও গোল হয়নি। আলভারেজের মতো জিরু-ও বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট চারটি গোল করলেও তার নামের পাশে নেই কোনও অ‍্যাসিস্ট।

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...