বিশ্বকাপের ফাইনালে গোল করতেই একাধিক রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপ মেসির। রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলল আর্জেন্তিনা। এই জয়ের ফলে ৩৬ বছরের খরা কাটল আর্জেন্তাইনদের। ম‍্যাচে এদিন দুটি গোল করেন মেসি। আর গোল করতেই অনন্য নজির গড়লেন LM-10। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে সব পর্বে গোল করার নজির গড়লেন আর্জেন্তাইন অধিনায়ক।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে সৌদি আরব এবং মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছিলেন মেসি। তারপর প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও গোল করলেন LM-10। এছাড়াও বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি গোলের অবদান রাখলেন মেসি। ১৩টি গোল করলেন তিনি। এছাড়াও ফাইনালে গোল করার সঙ্গে সঙ্গে বিশ্বকাপ এবং কোপা আমেরিকা মিলিয়ে মেসির গোল সংখ্যা হল ২৬। এতদিন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডোর দখলে ছিল এই দুই প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ২৫টি গোল করার রেকর্ড। তাঁর সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন মেসি।