শাসনের নামে চতুর্থ শ্রেণীর ছাত্রকে নারকীয় অত্যাচারের ঘটনা ঘটলো কর্নাটকের(Karnataka) এক স্কুলে। বেলচা দিয়ে বেধড়ক মারের পর দোতলার বারান্দা থেকে ছোট্ট শিশুকে ছুড়ে ফেলে দিল শিক্ষক(Teacher)। ঘটনায় মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত শিক্ষক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম মুত্তু হাদালি। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের গড়ক জেলায়। এক সরকারি স্কুলে অতিথি শিক্ষকের পদে কাজ করতেন হাদালি। কেন এই নৃশংস অত্যাচার সে প্রসঙ্গে পুলিশের অনুমান সম্ভবত ওই শিক্ষকের সঙ্গে কোন পারিবারিক বিভাগ ছিল। জানা গিয়েছে, মৃত পড়ুয়ার মা গীতা বরাকেরি-কেও মারধর করেন মুত্তু হাদালি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ওই শিক্ষকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
