করোনা সতর্কতায় বিশেষ টিম গড়ল রাজ্য, স্বাস্থ্যসচিবের নেতৃত্বে আজ নবান্নে বৈঠক

ওড়িশার একজন, আর গুজরাটে দু'জনে শরীরের পাওয়া গিয়েছে নয়া প্রজাতির ভাইরাস। তাই স্রেফ রাজ্যগুলিকে সতর্ক করা নয়, করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে স্বাস্থ্যমন্ত্রক

মহামারির প্রকোপ শেষ হয়েও হল না। রাজ্যে ফের করোনায় মৃত্যুর ঘটনা। কোনওরকম ঝুঁকি না নিয়ে কোভিড নজরদারিতে স্বাস্থ্যসচিবের নেতৃত্বে তড়িঘড়ি টিম তৈরি করল নবান্ন। টিমে থাকছেন কোভিড বিশেষজ্ঞরাও। পরিস্থিতি মোকাবিলায় আগেভাগে ব্যবস্থা নিতে আজ, বৃহস্পতিবার নবান্নে বৈঠক।

আরও পড়ুন:চিনের করোনার উপরূপের সন্ধান মিলল ভারতেও! আক্রান্ত ৪

বিধিনিষেধে শিথিল হতেই ফের সংক্রমণ বাড়ছে চিনে। শুরু হয়েছে একাধিক বিধিনিষেধ। চলছে লকডাউন।হাসপাতালগুলির পরিকাঠামোও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। কোভিডের চোখ রাঙানিতে উদ্বেগ বাড়ছে জাপান, কোরিয়া, আমেরিকায় সহ আরও অনেক দেশে।

বিপদের আঁচ পৌঁছে গিয়েছে ভারতেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, চিনে যে ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট তাণ্ডব চালাচ্ছে, সেই বিএফ.৭-র হদিশ মিলেছে ভারতেও। ওড়িশার একজন, আর গুজরাটে দু’জনে শরীরের পাওয়া গিয়েছে নয়া প্রজাতির এই ভাইরাস। স্রেফ রাজ্যগুলিকে সতর্ক করা নয়, করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রক।