Thursday, August 28, 2025

রাজ্যের বুকে নানা দুর্নীতির অভিযোগ ওঠায় একের পর এক হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার ৫৩ জনের প্রাথমিকে নিয়োগ বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এবার দমকল বিভাগে নিয়োগ (Fire Department Recruitment)নিয়ে প্রশ্ন উঠল। শুক্রবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ (Division Bench of Harish Tandon) জানিয়ে দেয় প্যানেল থেকে নিয়োগ করা যাবে না। আদালত স্পষ্ট জানিয়েছে নতুন গাইডলাইন মেনেই পাবলিক সার্ভিস কমিশন (PSC)-কে নিয়োগ করতে হবে।

প্রসঙ্গত ২০১৮ সালের জুন মাসে ফায়ার অপারেটর (Fire Operator)নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। সেখানে প্রায় ১৫০০ কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল। লিখিত এবং মৌখিক পরীক্ষার পর নিয়োগ হয়েছিল বলে জানান হলেও তাতে অনিয়মের অভিযোগ তুলে রাজ্য ট্রাইবুনালে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী। মামলাটি পরে হাইকোর্টে ওঠে। পাশাপাশি সংরক্ষিত তালিকাতেও দুর্নীতির অভিযোগ উঠলেও রাজ্য সরকারের তরফ থেকে তা অস্বীকার করা হয়। এরপর আদালত আজ সেই মামলায় জানিয়ে দেয় যে সব অভিযোগ শোনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তাই নয় সবাই যাতে সুষ্ঠু ভাবে অভিযোগ যাতে জানাতে পারে তার জন্য নির্দিষ্ট একটি পোর্টাল তৈরি করতে হবে।সাত দিনের মধ্যে সেই সমস্যাগুলির সমাধান করতে হবে এবং পরবর্তী দু মাসের মধ্যে তালিকা তৈরির কাজ শেষ করতে হবে।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version