Thursday, January 22, 2026

নজরে ত্রিপুরা বিধানসভা নির্বাচন, রাজ্য কমিটি গঠন তৃণমূলের, বড় দায়িত্বে রাজীব

Date:

Share post:

আগামী বছর ত্রিপুরায়(Tipura) বিধানসভা নির্বাচন(Assembly Election)। সেই নির্বাচনকে মাথায় রেখে ২ মাস আগেই ত্রিপুরায় পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠন করল তৃণমূল। পাশাপাশি তৈরি করা হয়েছে ব্লক কমিটিও। তৃণমূলের(TMC) তরফে প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী স্টেট ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে(Rajib Banerjee)। রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে পীযূষ কান্তি বিশ্বাসকে। পাশাপাশি নির্বাচনী কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব ও আশিষ লাল সিং। এছাড়াও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটিও গঠন করা হয়েছে শুক্রবার।

উত্তর-পূর্বের রাজ্যগুলিকে পাখির চোখ করে সংগঠন বিস্তার করতে শুরু করেছে তৃণমূল। ত্রিপুরার বিজেপি শাসনকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার এই রাজ্যে প্রচারে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। আগামী বছর এই রাজ্যের নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই তৃণমূলের তরফে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিপর্ব। তৃণমূল সূত্রের খবর, সুবল ভৌমিক রাজ্য সভাপতি থাকাকালীন যারা দল থেকে সরে গিয়েছিলেন তাদের ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য ভাবে আশিষ লাল সিংহ আছেন। সব মিলিয়ে ১১১ জন স্থান পেয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে। পাশাপাশি শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার।

জানা গিয়েছে, আমবাসা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের উপস্থিতিতে একদিন আগেই আমবাসায় মিছিল ও জনসভা করে ঘাসফুল শিবির। আমবাসা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের নিকট থেকে এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পর এক জনসভারও আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ যুব তৃণমূলের সভাপতি শান্তনু সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা। পাশাপাশি নির্বাচন উপলক্ষ্যে শীঘ্রই ত্রিপুরায় প্রচারে যাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাধক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

কর্নাটকে চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত! ভাষণ অসমাপ্ত রেখে অধিবেশন ছাড়লেন গেহলট

অবিজেপি রাজ্যে সরকারের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন কেন্দ্রের বিজেপি (BJP) সরকার মনোনীত রাজ্যপালরা (Governor)। বাংলায় ভুরি ভুরি উদাহরণ রয়েছে।...

সংগীতশিল্পী স্নিগ্ধজিৎকে হেনস্থার অভিযোগ মেদিনীপুরে, ভাইরাল ভিডিও

মেদিনীপুরে সংগীতানুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান চলাকালীন চরম হেনস্থার শিকার গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)! গান গাইতে গাইতে আচমকা মঞ্চ...

কুকি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন মেইতেই যুবক

মনিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি একটু শান্ত হলেও কুকি- মেইতেই হিংসার (meitei-kuki violence) রেশ এখনও কাটেনি। এরই মাঝে কুকি সম্প্রদায়ের...

চেন্নাইতে কাজে গিয়ে মৃত্যু মালদহের পরিযায়ী শ্রমিকের!

আট দিন নিখোঁজ থাকার পর চেন্নাইতে বাংলার পরিযায়ী শ্রমিকের (West Bengal Migrant Worker) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মালদহের হরিশচন্দ্রপুরের...