বাগডোগরায় ১৬ জন সেনা জওয়ানের কফিনবন্দি দেহ, গান-স্যালুটে শেষ শ্রদ্ধা

সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ১৬ জন সেনা জওয়ানের দেহ (Army Jawans) আনা হল শিলিগুড়িতে (Siliguri)। বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) এয়ারফোর্স স্টেশনে তাঁদের শেষশ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সিকিমে গাড়ি দুর্ঘটনায় ১৬ জন সেনা জওয়ানের মৃত্যু হয়। তাঁদের মধ্যে তিনজন সেনা অফিসার।

সিকিমের (Sikkim) রাজ্যোপাল গঙ্গা প্রসাদ এদিন মৃত সেনাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই ঘটনা খুবই মর্মান্তিক। গোটা দেশের মানুষ শোকাহত। সেখান থেকে ১২ সেনা জওয়ানের দেহ বাগডোগরা বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে আনা হয়।

সেনাবাহিনীর অধিকারিকরা ছাড়াও মৃতদের পরিবারের লোকেরা সেখানে উপস্থিত ছিলেন। গান স্যালুটের মাধ্যেমে শেষ শ্রদ্ধা জানানো হয়। এয়ারফোর্স স্টেশন থেকে ১২ জন সেনার দেহ বায়ুসেনার বিশেষ বিমানে দেশের বিভিন্ন জায়গায় তাঁদের বাড়িতে পাঠানো হয়।

 

 

Previous articleCovid 19 Guidelines : কোভিড নিয়ে সতর্ক কেন্দ্র, প্রকাশিত হল আইসিএমআর এর নয়া গাইডলাইন
Next articleসতর্ক পুলিশ, পার্ক স্ট্রিট অঞ্চলে ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা ব্য়বস্থা