শবরীমালা থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ৮ পুণ্যার্থীর

একটি গাড়ি করে শবরীমালায় মন্দির থেকে পুজো দিয়ে ফিরছিলেন মোট ১০ পুণ্যার্থী। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি তামিলনাড়ু-কেরল সীমান্তে ৪০ ফুটে নীচে খাদে পড়ে যায়

শবরীমালা মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৮ পুণ্যার্থীর। গুরুতর আহত ২। আহতদের অবস্থাও সঙ্কটজনক। গতকাল, শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থেনি এলাকায়।

জানা গিয়েছে, একটি গাড়ি করে শবরীমালায় মন্দির থেকে পুজো দিয়ে ফিরছিলেন মোট ১০ পুণ্যার্থী। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি তামিলনাড়ু-কেরল সীমান্তে ৪০ ফুটে নীচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। বাকি দুজন আহতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে রয়েছে একটি শিশুও।

কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত শুরু করেছে পুলিশ পাহাড়ি এলাকায় রাস্তা পিছিল হওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Previous articleঘৃণার বাজারে ভালবাসার দোকান: দিল্লি পৌঁছলো রাহুলের ভারত জোড়ো যাত্রা
Next articleছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যাদবপুরে রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ এসএফআইয়ের