Saturday, January 10, 2026

রাজ্যের কোভিড পরিস্থিতির উপর কড়া নজর স্বাস্থ্য ভবনের, সোমবার বৈঠক

Date:

Share post:

রাজ্যে কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে সতর্ক রাজ্য প্রশাসন। গোটা বিশ্বেই ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সোমবারই জেলা স্বাস্থ্য কর্তাদের নিয়ে বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্য ভবন (Covid- WB Health Department)।

এ রাজ্যের (Covid- WB Health Department) কোভিড পরিস্থিতি আপাতত পুরোপুরি নিয়ন্ত্রণে। কিন্তু তবুও কোনও ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য প্রশাসন। এই আবহে জেলাগুলির স্বাস্থ্য পরিকাঠামো কী অবস্থায় আছে, আর কী কী লাগবে তা নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। সংক্রমণ বাড়লে তা সামাল দিতে কতটা প্রস্তুত জেলার হাসপাতালগুলি তাও আরও একবার খুঁটিয়ে দেখে নিতে চায় স্বাস্থ্য ভবন। হাসাপাতাল গুলিতে অক্সিজেনের জোগান পর্যাপ্ত আছে কিনা, পিপিই কিট আছে কিনা, কোথায় কত কোভিড বেড আছে তাও খতিয়ে দেখা হবে। ২৪ ঘন্টা আগেই বিশ্বজুড়ে উর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে রাজ্যগুলিতে অ্যাডভাইসরি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানে অক্সিজেন জোগানের ওপর সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন-বড়দিনের আনন্দে মাতল হুগলি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অক্সিজেনের জোগান ঠিক রাখতে এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। শনিবার কেন্দ্রের সেই নির্দেশিকা পাওয়ার পর রাজ্য সরকারের অবশ্য জানিয়ে দিয়েছে সব জায়গায় অক্সিজেনের পরিকাঠামো প্রস্তুত রয়েছে। রাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, “আমাদের অক্সিজেনের ব্যবস্থা ঠিকঠাকই রয়েছে। মকড্রিল করে তা দেখে নেওয়া হবে। সব রকমের পরিকাঠামো প্রস্তুত রয়েছে। সরকারি স্তরে ৩২ হাজার ২৬৮টি কোভিড বেডের মধ্যে প্রায় ৩০ হাজার বেডকে অক্সিজেনযুক্ত বেডে পরিণত করা হয়েছে।” পাশাপাশি করোনা চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছেন স্বাস্থ্যকর্তারাও।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...