বড়দিনে যিশুর জীবনাদর্শকে সামনে রেখে শান্তির বার্তা মমতা-অভিষেকের

টুইটে মমতা লেখেন, "আসুন আমরা সবাই মিলে দেশে শান্তি ও সম্প্রীতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।"

শনিবার রাতে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে বড়দিন উপলক্ষ্যে প্রার্থনা করার পরের দিন টুইটে রাজ্যবাসীকে ক্রিস্টমাসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন টুইটে মমতা লেখেন, “আসুন আমরা সবাই মিলে দেশে শান্তি ও সম্প্রীতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।”

নিজের টুইটার হ্যান্ডেলে সবাইকে Merry Christmas জানিয়ে অভিষেক লেখেন, “আসুন যিশু খ্রিষ্টের জীবনকে স্মরণ করি এবং তাঁর মহৎ শিক্ষাগুলিকে আত্মস্থ করি, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে!”

শনিবার রাতে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কন্যাকে নিয়ে শতাব্দী প্রাচীন গির্জা ক্যাথিড্রাল অব মোস্ট হোলি রসারির ক্যারলে অংশ নেন। ক্যারালে পর সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। গির্জার তরফ থেকে মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া হয়।

 

 

Previous article‘সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চিন’: মন্তব্য চিনা বিদেশমন্ত্রীর
Next articleChristmas: সান্তাতে ‘না’, বুদ্ধ-মহাবীরে আপত্তি নেই! স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ VHP-র