Monday, August 25, 2025

তৃণমূলের সঙ্গে আঁতাঁত! চাঞ্চল্যকর অভিযোগ তুলে পদত্যাগ বিজেপির ৪ নেতা-নেত্রীর

Date:

যতকাণ্ড ডিসেম্বরে! ধামাকা করতে গিয়ে, নিজেরাই ধামকা হয়ে যাচ্ছে। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দল। পঞ্চায়েত ভোটের আগে ফের অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরে। স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে তৃণমূল বিধায়কের আঁতাঁতের অভিযোগ তুলে পদত্যাগের হিড়িক। পদত্যাগ করলেন উত্তর ২৪ পরগনার বিজেপির যুব ও মহিলা মোর্চার ৪ গুরুত্বপূর্ণ নেতা-নেত্রী। দলত্যাগীদের নিশানায় বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি ও অশোকনগর মণ্ডলের সভাপতিকে। এলাকায় আর কোনও বিজেপি থাকবে না, কটাক্ষ করেছে তৃণমূলও।


আরও পড়ুন:ভুয়ো জব কার্ড! পরিসংখ্যান দিয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ তৃণমূল নেতৃত্বের

কল্যাণগড় মণ্ডলের সদ্য পদত্যাগী বিজেপি নেতা শুভম রায়ের দাবি, “তৃণমূলের সঙ্গে পুরোপুরি সেটিং করে দল চলছে এখানে। কোনও কাজ করে না। এখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার সময়। কিন্তু স্থানীয় স্তরের কোনও কর্মসূচি নেই।”

এমনই চাঞ্চল্যকর দাবি তুলে ফেসবুকে পদত্যাগ পত্র পোস্ট করেছেন, অশোকনগরের কল্যাণগড় মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি শুভম রায়, যুব মোর্চার নেতা পলাশ মণ্ডল। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক শম্পা ঘোষ ও মহিলা মোর্চার সদস্য ডলি দে।

সম্প্রতি, বিজেপির অশোকনগর মণ্ডলের সভাপতি শ্যামলেন্দু দে’র মাতৃবিয়োগ হয়। সেই সময় সমবেদনা জানাতে বিজেপি নেতার বাড়িতে যান অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। এরপর তৃণমূল বিধায়কের সঙ্গে দলের নেতার গোপন যোগাযোগ রয়েছে এই অভিযোগ তুলে দলীয় পদ ছাড়লেন গেরুয়া শিবিরের ওই ৪ নেতা-নেত্রী। অন্যদিকে, বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্রের প্রতিক্রিয়া, ”ইস্তফা দিয়ে দিক। কিছু যায় আসে না। বিজেপির কোনও ক্ষতি হবে না।”

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version