Thursday, August 28, 2025

দিন দুয়েক আগে দেওরের কাছে মাছ খাওয়ার আবদার করেছিলেন। সেই মতো বৌদির জন্য বাজার থেকে পছন্দসই মাছও কিনে এনেছিলেন দেওর। সেই সময় বৌদি তাঁকে জানিয়েছিলেন এটাই হয়তো তাঁদের শেষ দেখা। সেইসময় বিষয়টি গুরুত্ব না দিলেও ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই রহস্যজনক মৃত্যু (Mysterious Death) বৌদির। এমনই ঘটনা ঘটল বেহালার পর্ণশ্রীর (Behala Parnashree) পঞ্চানন তলায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। বৃদ্ধার দেহ ময়নাতদন্তে (Post Mortem) পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে খবর, প্রায়শই মা-ছেলের মধ্যে ঝামেলা লেগে থাকত। বহুবার চেষ্টা করলেও সেই বিবাদ থামাতে ব্যর্থ দেওর আশিস মজুমদার। দিনদুয়েক বেহালার পর্ণশ্রীর পঞ্চানন তলার বাসিন্দা শুভময় মজুমদারের বাড়িতে ছিলেন আশিস। সেইসময় তাঁর কাছে মাছ খেতে চান বৌদি অমিতা মজুমদার (৭২)। তিনি বাজার থেকে তা নিয়েও আসেন। আশিসবাবুর দাবি, সেই সময়ই অমিতা দেবী তাঁকে বলেন, আজ তাঁর সঙ্গে শেষ দেখা। তখন তাঁর কথায় বিশেষ গুরুত্ব না দিলেও সোমবার নিজের বাড়ি থেকে পচা-গলা দেহ উদ্ধার হয় অমিতা দেবীর।

স্থানীয়দের অভিযোগ, গত ২ দিন ধরেই বাড়ির পাশ থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। আর তাতেই সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে শুভময় মজুমদারের বাড়িতে তল্লাশি শুরু করেন। তারপরই ঘর থেকে উদ্ধার হয় অমিতা দেবীর পচা-গলা দেহ। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। বৃদ্ধার ছেলেই তাঁকে খুন করেছে বলে অনুমান পুলিশের। পুলিশের মতে, ২ দিন আগে মৃত্যু হয়েছে বৃদ্ধার। তবে তারপরেও কেন পুলিশকে বা স্থানীয়দের খবর দিলেন না ছেলে শুভময়? তা নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে খবর, শুভময় মানসিক ভারসাম্যহীন। প্রায়ই মায়ের সঙ্গে তার ঝগড়া লেগে থাকত। মাকে বেধড়ক মারধরও করত সে। কাকা অশিস মজুমদার জানিয়েছেন, বছর দুয়েক আগে মৃত্যু হয়েছে দাদার। তারপর থেকে ছেলের সঙ্গেই থাকতেন তিনি। আশিস আরও জানিয়েছেন, শনিবার আমি বৌদির কাছে যাই। যাওয়ার পরেই বৌদি বলে ঠাকুরপো এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। রবিবার রাত পৌনে ১টা নাগাদ আমাকে ভাইপো ফোন করে জানায় ওর মা গলায় দড়ি দিয়েছে।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version