Friday, July 4, 2025

পার্থ ঘনিষ্ঠ শিক্ষাকর্মী সহ বাড়ির পরিচারকদের বৃহস্পতিতেই CBI তলব

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি কাণ্ডের (Teacher Recruitment Case) তদন্তে এবার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ এক স্কুল শিক্ষা দফতরের কর্মচারীকে তলব করল সিবিআই (CBI)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তাঁর নিয়মিত যাতায়াত ছিল। তবে শুধু প্রাক্তন মন্ত্রীর বাসভবনই নয়, তাঁর ব্যক্তিগত কার্যালয়েও নিয়মিত যাতায়াত ছিল ওই কর্মচারীর। সিবিআই বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে (Nizam Palace) তলব করে। পার্থর ব্যক্তিগত কার্যালয়ে তিনি কী কাজ করতেন, কার কার যাওয়া আসা ছিল ওই অফিসে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যও তাঁকে জানাতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

তবে এই প্রথম নয়, এর আগেও পার্থ-ঘনিষ্ঠ এই শিক্ষা দফতরের কর্মীকে দেখা গিয়েছিল সিবিআই দফতরে। কিন্তু তখন সিবিআই তাঁকে তলব করেনি। কিন্তু বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা তাঁকে বেশ কিছু নথি সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। তবে শুধু পার্থ চট্টোপাধ্যায়ের ওই ঘনিষ্ঠ কর্মচারীই নন, প্রাক্তন মন্ত্রীর বাড়ির কর্মচারী, পরিচারকদেরও তলব করেছে সিবিআই। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ নিজাম প্যালেসে তাঁদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Investigation Agency)। সিবিআই সূত্রে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যারা রান্নাবান্না সহ বিভিন্ন কাজ সামলান তাঁদের ওইদিন নিজাম প্যালেসে তলব করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কারা আসতেন সেই বিষয়ে জানতে চাওয়া হবে।

উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে অনেকেই দেখা করতে আসতেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ধারণা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে বিভিন্ন সময় দেখা করতেন শান্তিপ্রসাদ সিনহা (Shanti Prasad Sinha), অশোক সরকার (Ashok Sarkar) সহ পর্ষদের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বিষয়েই পার্থর বাড়ির কর্মচারী, পরিচারকদের থেকে জানতে চাইবেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি জিজ্ঞাসাবাদে উঠে আস্তে পারে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) প্রসঙ্গও। তাঁদের বয়ান সাপ্লিমেন্টারি চার্জশিটের (Supplementary Charge Sheet) অন্তর্ভুক্ত করা হবে।

 

 

spot_img

Related articles

জলের পাইপ লাইন সমস্যায় ঝুলে রইল বরানগর- বারাকপুর মেট্রো প্রকল্প

বরানগর থেকে বারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প (Baranagar to Barrackpore Metro) নিয়ে শুক্রবার কলকাতা পুরসভায় (KMC) উচ্চপর্যায়ের বৈঠক করলেন...

টেলর সুইফটকে পিছনে ফেলে ফের শ্রোতাদের পছন্দের শীর্ষে অরিজিৎ!

হলিউড গায়িকাকে হারিয়ে দিলেন বাংলার ছেলে। স্পটিফাইয়ের (Spotify ) সবথেকে জনপ্রিয় গায়কের শীর্ষে ফের পদ্মশ্রী গায়ক অরিজিৎ সিং...

মজা করতে ৪ বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট? পদ্মনেতা খুনে আদালতে ভর্ৎসিত CBI!

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) বিজেপি নেতা খুনের অভিযোগে শুরু হওয়ার তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট...

বিজেপি মানেই ডবল ভণ্ডামি! মহারাষ্ট্র-রাজস্থানে প্রাণ হাতে নিয়ে নদী পারাপার খুদে-বয়স্কদের

ডিজিটাল ইন্ডিয়ার বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং রাজস্থানে খুদে পড়ুয়া থেকে বয়স্করা জীবন হাতে নিয়ে নদী পারাপার করছে। কী...