Thursday, December 4, 2025

১০০ দিনের কাজে এবার ডিজিটাল হাজিরা, নয়া পদক্ষেপ কেন্দ্রের

Date:

Share post:

১০০ দিনের কাজে(MGNREGA) দুর্নীতির অভিযোগ ভুরিভুরি। সেই অভিযোগে ভিত্তিতে এবার দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ নিল কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আর খাতায় কলমে নয় ১০০ দিনের কাজে এবার হাজিরা দিতে হবে অ্যাপের(APP) মাধ্যমে। এই নিয়ম লাগু করা হচ্ছে দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে। নতুন বছর থেকেই লাগু হচ্ছে এই নয়া নিয়ম। গত মে মাসে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হয়েছিল। এবার নতুন বছর থেকে পুরোমাত্রায় সেই পদ্ধতি কার্যকর করা হচ্ছে।

বর্তমানে ১০০ দিনের কাজে কর্মীদের হাজিরা নেওয়া হয় খাতায় কলমে এর ফলে থেকে যায় দুর্নীতির সম্ভাবনা। যা নিয়ে রাজ্যে রাজ্যে উঠেছে দুর্নীতির অভিযোগ। এই পরিস্থিতি সামাল দিতে এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। নয়া ডিজিটাল হাজিরায় কাজে যোগ দেওয়ার সময় ও কাজ শেষ হলে বেরিয়ে যাওয়ার সময় অর্থাৎ দিনে দু বার অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে হবে কর্মীকে।

উল্লেখ্য, কাজ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে রাজ্যের বকেয়া ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বারবার এবিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তৃণমূল সরকারকে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা ও করার পরও আটকে রাখা হয়েছে টাকা। অবশ্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সম্প্রতি বিধানসভায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যে কোনও অনিয়ম নেই, কেন্দ্র নিয়ম অনুযায়ীই মনরেগা প্রকল্পের কাজ চলছে এ রাজ্যে। তারপরও কোনও অভিযোগ এলে সে ব্যাপারে সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে জানানো হয় ও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ফোনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে আশ্বাস দিয়েছেন, ১০০ দিনের বকেয়া টাকা রাজ্যকে দিয়ে দেওয়া হবে।

spot_img

Related articles

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...