সকলের জন্য নয় ন্যাজাল ভ্যাকসিন! কারা নিতে পারবেন এই টিকা? জেনে নিন

কোভিড রুখতে মরিয়া কেন্দ্র। তাই বিশ্বে করোনার দাপাদাপি বাড়তেই তড়িঘড়ি ন্যাজাল ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই দামও চূড়ান্ত করা হয়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বুস্টার ডোজ হিসেবে ন্যাজাল ভ্যাকসিন নিতে পারেন সাধারণ মানুষ। কিন্তু আগেই সতর্কতামূলক পদক্ষেপের আওতায় যাঁরা বুস্টার টিকা নিয়ে নিয়েছেন, তাঁদের এই ন্যাজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই।ন্যাজাল ভ্যাকসিন কে বা কারা নিতে পারবেন, কারা নিতে পারবেন না, এই ধন্দ তৈরি হওয়ায় বুধবার সংবাদমাধ্যমে তা স্পষ্ট করে জানালেন বিশিষ্ট চিকিৎসক এনকে আরোরা।

আরও পড়ুন:কোথা থেকে কীভাবে মিলবে ন্যাজাল ভ্যাকসিন? জেনে নিন নিয়মাবলী
একটি সাক্ষাৎকারে এনকে আরোরা জানান,প্রথম বুস্টার ডোজ হিসেবেই ন্যাজাল ভ্যাকসিন সুপারিশ করা হয়েছে। যাঁরা সতর্কতামূলক ভাবে দু’টি টিকার পর একটি বুস্টার বা বাড়তি টিকা নিয়ে ফেলেছেন, তাঁদের ন্যাজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। যাঁরা এখনও পর্যন্ত কোনও বুস্টার বা বাড়তি টিকা নেননি, তাঁদের জন্যই এই নেজাল ভ্যাকসিন।”

গত তিন বছর ধরে কোভিডের প্রকোপ অব্যাহত গোটা বিশ্বে। সম্প্রতি ফের পড়শি দেশ চিনে নতুন করে সংক্রমণের বিস্ফোরণ ঘটেছে। সেই আবহে ভারত বায়েটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিনকে বুস্টার হিসেবে কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। ইঞ্জেকশন নয়, ফোঁটার আকারে নাকে নেওয়া যাবে এই ভ্যাকসিন। ১৮-র ঊর্ধ্বে যাঁদের বয়স এবং যাঁরা ইতিমধ্যেই ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তাঁদের জন্যই এই ন্যাজাল ভ্যাকসিন।

ভারত বায়োটেকের এই ন্যাজাল ভ্যাকসিনের নাম রাখা হয়েছে ইনকোভ্যাক। নিয়ন্ত্রক সংস্থা নভেম্বরেই জরুরি পরিস্থিতিতে তাতে ছাড়পত্র দেয়। কেন্দ্রীয় সরকারের CoWIN প্ল্যাটফর্মে দুই ফোঁটার এই ন্যাজাল ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে।