বর্ষশেষের আগে ফের উপত্যকায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার সকালেই জম্মু ও কাশ্মীরের সিধরা এলাকায় গুলির লড়াইয়ে খতম ৪ জঙ্গি ।জঙ্গিরা ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে লুকিয়ে ছিল বলে জানা গেছে।
আরও পড়ুন:জম্মু কাশ্মীরে পরিযায়ী শ্রমিক মেরে ফেলার অভিযোগে গ্রেফতার ৩ জ*ঙ্গি
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানা গেছে, জঙ্গিরা একটি ট্রাকে লুকিয়ে জম্মু থেকে শ্রীনগরের পথে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ট্রাকের কাছে নিরাপত্তা বাহিনী যেতেই শুরু হয় গুলির লড়াই। দুপক্ষের লড়াইয়ে চারজন জঙ্গি মারা যায়। তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে ৭টি একে-৪৭ উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে ৩টি পিস্তল-সহ আরও আগ্নেয়াস্ত্র। নতুন বছরের আগে ওই জঙ্গিরা কোনও নাশকতার ছক কষছিল বলেই অনুমান।
একদিন আগেই উপত্যকার উধমপুর জেলা থেকে ১৫ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল। ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গ্রাম আরডিএক্স, সিলিন্ডারের আকারের আইইডি, সাতটি ৭.৬২ মিলিমিটারের কার্টরিজ ও পাঁচটি ডেটোনেটর পাওয়া যায়। আশঙ্কা, কোনও বড় জঙ্গি হামলার ছক কষছিল জেহাদিরা। সেখান থেকে লস্কর-ই-তৈবার নামাঙ্কিত প্যাড পাওয়া গিয়েছিল। একজনকে গ্রেফতার করা হয়। এরপরই বুধবার খতম হল ৪ জঙ্গি। যা নিরাপত্তা বাহিনীর নয়া সাফল্য বলে মনে করা হচ্ছে।
