Sunday, December 28, 2025

নজরে বিধানসভা ভোট, জানুয়ারিতে ত্রিপুরা সফরে যেতে পারেন মমতা-অভিষেক

Date:

Share post:

মেঘালয়ের পর এবার ত্রিপুরা। নতুন বছরের জানুয়ারিতেই উত্তর-পূর্বের বা বাঙালি অধ্যুষিত রাজ্যে যেতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা প্রদেশ তৃণমূল সূত্রে খবর, জানুয়ারির মাঝামাঝি মমতা-অভিষেক ত্রিপুরায় সফরে যাবেন। মেঘালয়তে মমতা-অভিষেকের সভা রয়েছে জানুয়ারিতে, তখনই ত্রিপুরায় যেতে পারেন তাঁরা। তার আগেই ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। আগামী ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। মমতা-অভিষেক রাজ্যে প্রচার করলে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া আরও জোরদার হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:বয়সে ছাড়! প্রাথমিক টেট নিয়ে নজীরবিহীন পদক্ষেপ পর্ষদের

ত্রিপুরা প্রদেশ তৃণমূলের রাজ্য সভাপতি পীষূষকান্তি বিশ্বাস বলেন, “ভোটের বিজ্ঞপ্তি জারি হলেই ত্রিপুরায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভা হবে। সংবাদমাধ্যমের সঙ্গেও আলাদাভাবে মিলিত হবেন তৃণমূল নেত্রী। পরে রবীন্দ্র ভবনে দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে সভা করবেন। সেখানে নির্বাচনী রণকৌশল ও প্রস্তুতি নিয়ে তাঁদের নির্দেশিকা দেওয়া হবে।” ত্রিপুরা সফরে গিয়ে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরেও যাবেন মমতা-অভিষেক।

এদিকে বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের কাজও অনেকটা এগিয়ে গিয়েছে বলেই জানান পীষূষকান্তি বিশ্বাস।২৯ ডিসেম্বর একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং ৩০ ডিসেম্বর ওরিয়েন্ট চৌমুনিতে পথসভার আয়োজন করা হয়েছে। সে সভাতে রাজ্য নেতৃত্বরা সবাই উপস্থিত থাকবেন। রাজ্যে বিজিপি-র প্রতি মানুষ হতাশ হয়ে আছেন, যার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় দল ছাড়ার একটা হিড়িক পড়ে গেছে এবং শাসক দল ছেড়ে তৃণমূল কংগ্রেস-মুখী হচ্ছেন।

বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে ১৫ পরিবারের ৮১ জন ভোটার বিজেপি, সিপিআইএম, তিপ্রা মথা ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এদিন প্রদেশ সভাপতি জানান আগামী ২ জানুয়ারি সুনামুড়ায় একটি বড় যোগদান সভা আছে। তার আগে ১ জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় গরিব ও দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে।

spot_img

Related articles

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী...

টলিউডে স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে অভিনেতা দেব, একজোট বাকি প্রযোজকরা 

কখনও ক্ষমতার আস্ফালনে বেশি শো পাওয়া কখনও আবার ফ্যান ক্লাবের নামে বাকি অভিনেতা-প্রযোজকদের কদর্য আক্রমণ - সব কটা...