Thursday, December 4, 2025

নজরে বিধানসভা ভোট, জানুয়ারিতে ত্রিপুরা সফরে যেতে পারেন মমতা-অভিষেক

Date:

Share post:

মেঘালয়ের পর এবার ত্রিপুরা। নতুন বছরের জানুয়ারিতেই উত্তর-পূর্বের বা বাঙালি অধ্যুষিত রাজ্যে যেতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা প্রদেশ তৃণমূল সূত্রে খবর, জানুয়ারির মাঝামাঝি মমতা-অভিষেক ত্রিপুরায় সফরে যাবেন। মেঘালয়তে মমতা-অভিষেকের সভা রয়েছে জানুয়ারিতে, তখনই ত্রিপুরায় যেতে পারেন তাঁরা। তার আগেই ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। আগামী ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। মমতা-অভিষেক রাজ্যে প্রচার করলে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া আরও জোরদার হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:বয়সে ছাড়! প্রাথমিক টেট নিয়ে নজীরবিহীন পদক্ষেপ পর্ষদের

ত্রিপুরা প্রদেশ তৃণমূলের রাজ্য সভাপতি পীষূষকান্তি বিশ্বাস বলেন, “ভোটের বিজ্ঞপ্তি জারি হলেই ত্রিপুরায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভা হবে। সংবাদমাধ্যমের সঙ্গেও আলাদাভাবে মিলিত হবেন তৃণমূল নেত্রী। পরে রবীন্দ্র ভবনে দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে সভা করবেন। সেখানে নির্বাচনী রণকৌশল ও প্রস্তুতি নিয়ে তাঁদের নির্দেশিকা দেওয়া হবে।” ত্রিপুরা সফরে গিয়ে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরেও যাবেন মমতা-অভিষেক।

এদিকে বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের কাজও অনেকটা এগিয়ে গিয়েছে বলেই জানান পীষূষকান্তি বিশ্বাস।২৯ ডিসেম্বর একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং ৩০ ডিসেম্বর ওরিয়েন্ট চৌমুনিতে পথসভার আয়োজন করা হয়েছে। সে সভাতে রাজ্য নেতৃত্বরা সবাই উপস্থিত থাকবেন। রাজ্যে বিজিপি-র প্রতি মানুষ হতাশ হয়ে আছেন, যার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় দল ছাড়ার একটা হিড়িক পড়ে গেছে এবং শাসক দল ছেড়ে তৃণমূল কংগ্রেস-মুখী হচ্ছেন।

বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে ১৫ পরিবারের ৮১ জন ভোটার বিজেপি, সিপিআইএম, তিপ্রা মথা ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এদিন প্রদেশ সভাপতি জানান আগামী ২ জানুয়ারি সুনামুড়ায় একটি বড় যোগদান সভা আছে। তার আগে ১ জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় গরিব ও দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...