Saturday, May 3, 2025

যদি ভারত-পাকিস্তান টেস্ট ম‍্যাচ হয়, তবে তা আয়োজন করতে তৈরি এমসিজি, জানালেন এমসিসির প্রধান

Date:

Share post:

যদি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়, তবে তা আয়োজন করতে তৈরি এমসিজি। এদিন এমনটাই জানালেন এমসিসির প্রধান স্টুয়ার্ট ফক্স। সদ‍্য টি-২০ বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম‍্যাচ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। সেই ম‍্যাচের রেশ কাটতে না কাটতেই এমসিসির প্রধান ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ আয়োজন করার প্রস্তাব দিয়েছেন।

এই নিয়ে এমসিসির প্রধান স্টুয়ার্ট ফক্স বলেন,” অবশ্যই এমসিজিতে টানা তিনটি টেস্ট ম্যাচ খেলাটা দারুণ হবে। স্টেডিয়াম প্রতিবারই ভরে যাবে। আমরা এ বিষয়ে তথ্য নিয়েছি। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছি। আমি জানি ভিক্টোরিয়া সরকারও তাই করেছে। আমি জানি ব্যস্ত সময়সূচীর মধ্যে এটি খুব জটিল, তাই এটা একটা বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন,” ক্রিকেট অস্ট্রেলিয়ার এবিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কথা বলা উচিত। এটা প্রত্যাশিত যে ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসির সঙ্গে এ বিষয়ে কথা বলবে এবং জোর দিয়েই বলবে। বিশ্বজুড়ে অনেক টেস্ট ম্যাচেই স্টেডিয়াম খালি থাকে। তাই আমি মনে করি ভরা স্টেডিয়ামে ম্যাচ হওয়া দরকার। যাতে সেখানকার পরিবেশ খেলার জন্য আরও ভাল হয়ে ওঠে।”

ফক্স আশা করছেন, তিন টেস্টের সিরিজের এই ম্যাচে স্টেডিয়াম ভরে যাবে। ঠিক যেমনটা হয়েছিল ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ম্যাচে। এই নিয়ে তিনি বলেন, “ভারত-পাকিস্তানের ম্যাচে যে পরিবেশ ছিল, এমসিজিতে এমন পরিবেশ আগে কখনও দেখিনি। প্রতিটি বলেই উত্তেজনা ছিল। যা এককথায় নজিরবিহীন। সমর্থকেরা তাদের পরিবার এবং সন্তানদের সঙ্গে এই ম্যাচ দারুণ উপভোগ করেছিলেন।”

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ শেষ খেলা হয়েছিল ২০০৭ সালে। এরপর শুধুমাত্র আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে দুই দেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্যায়ে ২০২৩ সালে এমসিজি-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে।

আরও পড়ুন:বিএফসিকে সমীহ, তবে জয়ের ব‍্যাপারে আশাবাদী লাল-হলুদ কোচ

 

spot_img
spot_img

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...