Friday, November 21, 2025

যদি ভারত-পাকিস্তান টেস্ট ম‍্যাচ হয়, তবে তা আয়োজন করতে তৈরি এমসিজি, জানালেন এমসিসির প্রধান

Date:

Share post:

যদি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়, তবে তা আয়োজন করতে তৈরি এমসিজি। এদিন এমনটাই জানালেন এমসিসির প্রধান স্টুয়ার্ট ফক্স। সদ‍্য টি-২০ বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম‍্যাচ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। সেই ম‍্যাচের রেশ কাটতে না কাটতেই এমসিসির প্রধান ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ আয়োজন করার প্রস্তাব দিয়েছেন।

এই নিয়ে এমসিসির প্রধান স্টুয়ার্ট ফক্স বলেন,” অবশ্যই এমসিজিতে টানা তিনটি টেস্ট ম্যাচ খেলাটা দারুণ হবে। স্টেডিয়াম প্রতিবারই ভরে যাবে। আমরা এ বিষয়ে তথ্য নিয়েছি। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছি। আমি জানি ভিক্টোরিয়া সরকারও তাই করেছে। আমি জানি ব্যস্ত সময়সূচীর মধ্যে এটি খুব জটিল, তাই এটা একটা বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন,” ক্রিকেট অস্ট্রেলিয়ার এবিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কথা বলা উচিত। এটা প্রত্যাশিত যে ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসির সঙ্গে এ বিষয়ে কথা বলবে এবং জোর দিয়েই বলবে। বিশ্বজুড়ে অনেক টেস্ট ম্যাচেই স্টেডিয়াম খালি থাকে। তাই আমি মনে করি ভরা স্টেডিয়ামে ম্যাচ হওয়া দরকার। যাতে সেখানকার পরিবেশ খেলার জন্য আরও ভাল হয়ে ওঠে।”

ফক্স আশা করছেন, তিন টেস্টের সিরিজের এই ম্যাচে স্টেডিয়াম ভরে যাবে। ঠিক যেমনটা হয়েছিল ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ম্যাচে। এই নিয়ে তিনি বলেন, “ভারত-পাকিস্তানের ম্যাচে যে পরিবেশ ছিল, এমসিজিতে এমন পরিবেশ আগে কখনও দেখিনি। প্রতিটি বলেই উত্তেজনা ছিল। যা এককথায় নজিরবিহীন। সমর্থকেরা তাদের পরিবার এবং সন্তানদের সঙ্গে এই ম্যাচ দারুণ উপভোগ করেছিলেন।”

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ শেষ খেলা হয়েছিল ২০০৭ সালে। এরপর শুধুমাত্র আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে দুই দেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্যায়ে ২০২৩ সালে এমসিজি-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে।

আরও পড়ুন:বিএফসিকে সমীহ, তবে জয়ের ব‍্যাপারে আশাবাদী লাল-হলুদ কোচ

 

spot_img

Related articles

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...

বিজেপির দ্বিচারিতা! ছাব্বিশে হাতেনাতে শাস্তি দেবে বাংলা, শাহকে কড়া জবাব তৃণমূলের

বিজেপির দ্বিচারিতা ধরে ফেলেছে বাংলার মানুষ। এবার বাংলা-বিরোধী দলকে হাতেনাতে শাস্তি দিতে তৈরি তারা। ২০২৬-এই বিজেপি পাবে যোগ্য...