Friday, January 2, 2026

যদি ভারত-পাকিস্তান টেস্ট ম‍্যাচ হয়, তবে তা আয়োজন করতে তৈরি এমসিজি, জানালেন এমসিসির প্রধান

Date:

Share post:

যদি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়, তবে তা আয়োজন করতে তৈরি এমসিজি। এদিন এমনটাই জানালেন এমসিসির প্রধান স্টুয়ার্ট ফক্স। সদ‍্য টি-২০ বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম‍্যাচ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। সেই ম‍্যাচের রেশ কাটতে না কাটতেই এমসিসির প্রধান ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ আয়োজন করার প্রস্তাব দিয়েছেন।

এই নিয়ে এমসিসির প্রধান স্টুয়ার্ট ফক্স বলেন,” অবশ্যই এমসিজিতে টানা তিনটি টেস্ট ম্যাচ খেলাটা দারুণ হবে। স্টেডিয়াম প্রতিবারই ভরে যাবে। আমরা এ বিষয়ে তথ্য নিয়েছি। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছি। আমি জানি ভিক্টোরিয়া সরকারও তাই করেছে। আমি জানি ব্যস্ত সময়সূচীর মধ্যে এটি খুব জটিল, তাই এটা একটা বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন,” ক্রিকেট অস্ট্রেলিয়ার এবিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কথা বলা উচিত। এটা প্রত্যাশিত যে ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসির সঙ্গে এ বিষয়ে কথা বলবে এবং জোর দিয়েই বলবে। বিশ্বজুড়ে অনেক টেস্ট ম্যাচেই স্টেডিয়াম খালি থাকে। তাই আমি মনে করি ভরা স্টেডিয়ামে ম্যাচ হওয়া দরকার। যাতে সেখানকার পরিবেশ খেলার জন্য আরও ভাল হয়ে ওঠে।”

ফক্স আশা করছেন, তিন টেস্টের সিরিজের এই ম্যাচে স্টেডিয়াম ভরে যাবে। ঠিক যেমনটা হয়েছিল ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ম্যাচে। এই নিয়ে তিনি বলেন, “ভারত-পাকিস্তানের ম্যাচে যে পরিবেশ ছিল, এমসিজিতে এমন পরিবেশ আগে কখনও দেখিনি। প্রতিটি বলেই উত্তেজনা ছিল। যা এককথায় নজিরবিহীন। সমর্থকেরা তাদের পরিবার এবং সন্তানদের সঙ্গে এই ম্যাচ দারুণ উপভোগ করেছিলেন।”

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ শেষ খেলা হয়েছিল ২০০৭ সালে। এরপর শুধুমাত্র আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে দুই দেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্যায়ে ২০২৩ সালে এমসিজি-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে।

আরও পড়ুন:বিএফসিকে সমীহ, তবে জয়ের ব‍্যাপারে আশাবাদী লাল-হলুদ কোচ

 

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...