Friday, November 14, 2025

রাজ্যে গড়াল বন্দে ভারতের চাকা! চড়ার আগে জানুন কী কী থাকছে ট্রেনের অন্দরে

Date:

শুক্রবারই বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ভার্চুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে সূচনার আগে এদিন সকাল ৮টা থেকেই এই ট্রেনের টিকিট বুকিং (Ticket Booking) শুরু হয়ে গিয়েছে। আইআরসিটিসি (IRCTC) অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুকিং করা যাচ্ছে। শুক্রবারই হাওড়া থেকে গড়িয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। বাংলার প্রথম ও দেশের সপ্তম বন্দে ভারত ট্রেন এটি। হাওড়া (Howrah) থেকে নিউ জলপাইগুড়ি (NJP) যাবে এই ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারতের সর্বাধিক গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। এই রুটের বেশিরভাগ পথেই ট্রেনের গড় গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার থেকে ৯০ কিলোমিটার হতে পারে।

রেল সূত্রে জানা গিয়েছে, শতাব্দী এক্সপ্রেসের (Shatabdi Express) চেয়েও কম সময়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস। এই রুটের মোট ৫৫৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে শতাব্দী এক্সপ্রেসের ৮ ঘণ্টা ২০ মিনিটের মতো সময় লাগে। বন্দে ভারত এই দূরত্ব মাত্রা সাড়ে ৭ ঘণ্টায় অতিক্রম করবে। অর্থাৎ, বন্দে ভারত হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে শতাব্দী এক্সপ্রেসের চেয়েও ৫০ মিনিট কম সময়ে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে কী কী থাকছে?

  • ট্রেনে থাকছে বিশেষ হাতলযুক্ত চেয়ার
  • প্রতিটি প্রিমিয়াম ট্রেনের মতোই সিটের পিছনে থাকছে নেটের ব্যাগ ও পিছনে বসা ব্যক্তির খাওয়ার সুবিধা
  • ট্রেনের সিটের গদি হবে অত্যন্ত আরামদায়ক
  • সমস্ত রকম সহযোগিতার জন্য থাকছেন সেবিকারা
  • প্যান্ট্রিকারে থাকছে আধুনিকতার ছোঁয়া, যাত্রীদের কোচে যাওয়ার জন্য থাকছে বিশেষ কাঁচের দরজা
  • থাকছে মডিউলার কিচেনের ব্যবস্থা
  • প্রতিটি কামরায় রয়েছে স্বয়ংক্রিয় এবং সেন্সর নিয়ন্ত্রিত বাতানুকূল ব্যবস্থা
  • শৌচাগারের কল, ভেস্টিবিউলের দরজাও নিয়ন্ত্রণ করছে সেন্সর
  • প্যান্ট্রিকারে থাকছে সিসিটিভির ব্যবস্থা
  • বন্দে ভারতে বুলেট ট্রেন বা মেট্রো ট্রেনের মতো সংযুক্ত ইঞ্জিন থাকছে
  • টিকিটের দামের সঙ্গেই ধরা থাকবে খাবারের মূল্যও
  • থাকছে শীততাপ নিয়ন্ত্রিত ১৬ চেয়ার কার কোচ
  • থাকছে প্লেনের মতো এক্সিকিউটিভ এবং ইকোনমি ক্লাস
  • এক্সিকিউটিভ ক্লাসের সিটগুলি ১৮০ ডিগ্রি ঘুরতে পারবে
  • ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে থাকছে ডাবের জল
  • জলখাবারের মেনুতে থাকছে লুচি, আলুরদম, মিষ্টি
  • লাঞ্চের মেনুতে থাকছে বাসমতী পোলাও, চিকেন, আলুপোস্ত, মিষ্টি ও আইসক্রিম
  • ফেরার সময় বিকেলে স্ন্যাক্স হিসাবে থাকবে সিঙাড়া, চা, কেক ও মিষ্টি
  • হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চেয়ার কারের ভাড়া ১,৫৬৫ টাকা, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য ভাড়া ১,৪৪৫ টাকা
  • এগজিকিউটিভ চেয়ার কার-এর ভাড়া হাওড়া থেকে ২,৮২৫ টাকা। তবে এনজেপি থেকে আসার ভাড়া ২,৬৭০ টাকা

তবে সফরের শুরুর দিনে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে মোট ১৮টি জায়গায় দাঁড়ায় বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মাঝে যে জায়গায় প্রথম দিন ট্রেনটি দাঁড়ায় সেই জায়গাগুলি হল, ডানকুনি, কামারকুণ্ডু, মশাগ্রাম, বর্ধমান, খানা, বোলপুর, আহমদপুর, সাঁইথিয়া, রামপুরহাট, চাতরা, নিউ ফরাক্কা, মালদা টাউন, মুকুরিয়া, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড। উদ্বোধনের দিনে ১৮টি জায়গায় দাঁড়ানোর কথা থাকলেও ট্রেনটির মূল স্টপেজ তিনটি। বোলপুর (শান্তিনিকেতন), মালদা টাউন এবং বারসোই স্টেশনে দাঁড়াবে এই ট্রেন।

 

 

Related articles

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...
Exit mobile version