Wednesday, December 24, 2025

প্রয়াত ফুটবল সম্রাট, কখন কোথায় হবে পেলের শেষকৃত‍‍্য? সঙ্গে থাকবেন কারা?

Date:

Share post:

বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হন ফুটবল সম্রাট পেলে। দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভুগছিলেন ক‍্যান্সারে। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। তার প্রয়ানে শোকের ছায়া গোটা বিশ্বে। এরই মধ‍্যে জানা গেল কখন কোথায় হবে ফুটবল সম্রাটের শেষকৃত‍্য।

ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার পেলের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তার আগে সোমবার থেকে তাঁর দেহ রাখা থাকবে স্যান্টোসের স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামেই কয়েক দশক আগে দাপিয়ে খেলেছিলেন ফুটবল সম্রাট।
ভিলা বেলমিরো নামে সেই স্টেডিয়ামে ফুটবলজীবনের সেরা কিছু ম্যাচ খেলেছেন পেলে। সেখানেই পেলেকে ব্রাজিলের সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

এদিন স্যান্টোস ক্লাবের তরফে জানানো হয়েছে, অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলের কফিন সোমবার সকাল বেলাই নিয়ে চলে আসা হবে। তাঁর কফিন রাখা হবে মাঠের ঠিক মাঝখানে। ব্রাজিলীয় সময় সোমবার ১০ টা থেকে সর্ব সাধারণ মানুষ তাঁকে দেখতে পাবেন এবং মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত মানুষের অনুপ্রবেশের অনুমতি থাকবে।

ফুটবল সম্রাট পেলের কফিন স্যান্টোসের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। সেলেস্টের বাড়ির সামনে দিয়েও নিয়া যাওয়া হবে পেলের কফিন। পেলের সমাধিকরণ হবে স্যান্টোসের সমাধিস্থান মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকায়। সেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র তাঁর পরিবারের সদস্যরা।

 

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...