Sunday, November 9, 2025

প্রথমদিনেই বন্দে ভারতের খাবার নিয়ে ভুরি ভুরি অভিযোগ যাত্রীদের

Date:

Share post:

ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) দিয়ে ভার্চুয়ালি উদ্বোধন করিয়ে চালু হয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি (Howrah NJP) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। রবিবার নতুন বছরের প্রথমদিনে বাংলার বুকে প্রথমবার এই সুপারফার্স্ট ট্রেন যাত্রী নিয়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছয়। যাত্রীদের অনেকে প্রথম যাত্রার সঙ্গী হয়ে ইতিহাসের সাক্ষী থাকতে চেয়েছিলেন। কেউ কেউ স্বাভাবিক প্রয়োজনেই কেটেছিলেন বন্দে ভারতের টিকিট। যাত্রার শেষে তাঁরা ট্রেনটির সময়ানুবর্তিতা, যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাপনা নিয়ে মোটের উপর খুশি। কিন্তু যাত্রীদের একটা বড় অংশ ট্রেনের খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, খাবারের মান ও কেটারিং পরিষেবা আরও ভালো হওয়া দরকার।

রবিবার ভোরে হাওড়া থেকে যাত্রা শুরু করে বন্দে ভারত। বেলা ১টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছনোর কথা, তিন মিনিট দেরিতে সেখানে ট্রেন ঢোকে এনজেপি স্টেশনে। স্টেশনে নেমেই যাত্রীদের একাংশ খাবারের মান (Food Quality) নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

এক যাত্রীর কথায়, “ট্রেনটির সবকিছুই ভালো। কিন্তু খাবারের মান নিম্নমানের। দুপুরে ভাত, ডাল, চিকেন কষা নিয়েছিলাম। ভাত ও ডাল তো পুরো ঠান্ডা। শীতের মধ্যে সেই খাবার প্রায় খাওয়া যাচ্ছিল না।” আরেক যাত্রী বলেন, “ব্রেকফাস্টের লুচি ও আলুর দম, দুপুরের ভাত, ডাল এত ঠান্ডা হয়ে গিয়েছিল যে অনেক কষ্টে খেতে হয়েছে। খাবারের মান ভালো না করলে এই বন্দে ভারতের বদনাম হয়ে যাবে।”

অন্য আরেকজন যাত্রী বলেন, “খুবই পাতলা ডাল দিয়েছিল। তাও পুরোপুরি ঠান্ডা। খাবারের মান অবশ্যই ভালো করা উচিত।”

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...