Thursday, August 28, 2025

হাসপাতালে সেলিব্রেটিদের ভিড়, বিশ্রাম পাচ্ছেন না পন্থ, চিন্তায় ঋষভের পরিবার

Date:

গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ ভর্তি রয়েছেন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে। কিন্তু সেখানে নাকি এক মুহূর্তও বিশ্রাম হচ্ছে না ভারতীয় উইকেটরক্ষক ব‍্যাটারের। কারণ, প্রতিদিন অনেকে নাকি তাঁর সঙ্গে দেখা করতে আসছেন। আর এতেই উদ্বিগ্ন পন্থের পরিবার। কারণ চিকিৎসকেরা জানিয়েছেন, এখন পন্থের বিশ্রামের প্রয়োজন। কিন্তু সেটাই হচ্ছে না তাঁর। এছাড়াও ভয় থাকছে ইনফেকশনের। যার ফলে ভিআইপি আনাগোনায় রাশ টানার কথা ভাবা হচ্ছে।

রুরকির সমীপ মোড়ের কাছে শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ে পন্থের গাড়ি। প্রাণে বাঁচলেও মারাত্মক জখম হয়েছেন ঋষভ। তাঁর মুখ ও মাথায় গুরুতর চোট লেগেছে। ইতিমধ্যেই সেখানে প্ল্যাস্টিক সার্জারি হয়েছে। তবে স্বস্তির খবর এটাই যে, মাথা ও মেরুদন্ডের এম আর আই রিপোর্টে সবকিছু স্বাভাবিক বলা হয়েছে। কিন্তু ঋষভ গোড়ালি ও কব্জিতে চোট পেয়েছেন। এছাড়া হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে। তাঁর পিঠও ছড়ে গিয়েছে। এই অবস্থায় চিকিৎসকরা জানাচ্ছেন, ঋষভ চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আরও পরীক্ষার পর বোঝা যাবে কবে তিনি মাঠে ফিরতে পারবেন। তবে ঋষভ এখন বিপন্মুক্ত।

এই অবস্থায় পন্থকে দেখতে হাসপাতালে ভিড় হচ্ছে। শনিবার ঋষভকে দেখতে এসেছিলেন বলিউডের দুই বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। এসেছিল দিল্লি ক্রিকেট সংস্থার একটি দলও। যারা ঋষভকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে গিয়ে চিকিৎসা করানো যায় কিনা প্রাথমিকভাবে খতিয়ে দেখছে। ডিডিসিএর ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছেন, তিনি হাসপাতালকে বলেছেন ঋষভের কাছে ভিজিটরদের যেতে বারণ করার জন্য। তিনি বলেন, ‘‘যাঁরা হাসপাতালে ঋষভকে দেখতে আসছেন, তাদের এখন সেটা না করলেই ভাল। পন্থের কাছে ভিআইপি মুভমেন্ট বন্ধ করতে হবে। লোককে এটা এই জন্য বন্ধ করতে হবে যে, এতে ঋষভের ইনফেকশনের সম্ভাবনা থেকে যাবে।”

ডিডিসিএ কর্তা আরও বলেন,”ঋষভ এখন বিপন্মুক্ত। ও এখন বিপদের বাইরে। সেরে উঠছে। বোর্ডের মেডিক্যাল টিম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে। আপাতত এখানেই ওর চিকিৎসা হবে। ঋষভ আমায় বলেছে, রাস্তার একটি গর্তকে পাশ কাটাতে গিয়ে এই ঘটনা ঘটেছে।”


 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version