Wednesday, May 7, 2025

দুই গাড়ির মুখোমুখি ধাক্কা! বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে, বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

নববর্ষের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনার (Accident) সাক্ষী রাজস্থান। দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ বাইকের। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও তিনজন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) সিকার জেলায়। দুর্ঘটনার পরই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সিকার (Sikhar) জেলার সামোদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানটিতে (Pick up Van) মোট ১৪ জন যাত্রী ছিলেন। তাঁরা স্থানীয় খানদেলা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। তখনই আচমকা বাইকের সঙ্গে ধাক্কা লাগে পিকঅ্যাপ ভ্যানটির। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইক আরোহীদের পাশাপাশি দুই গাড়ির চালক ও যাত্রী সহ মোট ১০ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দ্রুত পালসানা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে আসছিল পিকআপ ভ্যানটি। আচমকাই সামনে থাকা একটি বাইককে ধাক্কা মারে গাড়িটি। ছিটকে পড়েন বাইক আরোহীরা। গাড়ির চাকায় যাতে তাঁরা পিষে না যান, তার জন্যই দ্রুত পাশ কাটানোর চেষ্টা করেন পিকআপ ভ্যানের চালক। কিন্তু সেই সময়ই উল্টোদিক থেকে এসে পড়ে আরেকটি গাড়ি। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির মধ্যে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

 

 

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version