Thursday, November 13, 2025

দুই গাড়ির মুখোমুখি ধাক্কা! বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে, বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

নববর্ষের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনার (Accident) সাক্ষী রাজস্থান। দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ বাইকের। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও তিনজন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) সিকার জেলায়। দুর্ঘটনার পরই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সিকার (Sikhar) জেলার সামোদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানটিতে (Pick up Van) মোট ১৪ জন যাত্রী ছিলেন। তাঁরা স্থানীয় খানদেলা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। তখনই আচমকা বাইকের সঙ্গে ধাক্কা লাগে পিকঅ্যাপ ভ্যানটির। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইক আরোহীদের পাশাপাশি দুই গাড়ির চালক ও যাত্রী সহ মোট ১০ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দ্রুত পালসানা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে আসছিল পিকআপ ভ্যানটি। আচমকাই সামনে থাকা একটি বাইককে ধাক্কা মারে গাড়িটি। ছিটকে পড়েন বাইক আরোহীরা। গাড়ির চাকায় যাতে তাঁরা পিষে না যান, তার জন্যই দ্রুত পাশ কাটানোর চেষ্টা করেন পিকআপ ভ্যানের চালক। কিন্তু সেই সময়ই উল্টোদিক থেকে এসে পড়ে আরেকটি গাড়ি। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির মধ্যে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version