Saturday, December 6, 2025

সিবিআই মানে সময় নষ্ট! রাজনৈতিক প্রভাবের দাবি তুলে সিআইডি-কে তদন্তভার হাইকোর্টের বিচারপতির

Date:

Share post:

সিবিআই (CBI) তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ফের অসন্তোষ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। সিবিআইয়ের (CBI) ভূমিকাতে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)। কিন্তু কেন? মধ্যমগ্রামের এক মহিলাকে গুলি করে খু*নের মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বিরক্ত বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)।

বিচারপতির বিস্ফোরক মন্তব্য, সিবিআই মানেই সময় নষ্ট! এমন মন্তব্য করে থেমে থাকা নয়, সিবিআই তদন্তের উপর আস্থা হারিয়ে আজ, বুধবার এই মামলার তদন্তভার সিআইডি-কে দিয়ে করানোর নির্দেশ দিলেন বিচারপতি মান্থা। তাঁর নির্দেশ, “এবার তদন্ত দেওয়া হল সিআইডিকে। দু’মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এসপি সহ ওই মামলার তদন্তকারী অফিসারদের গাফিলতি খতিয়ে দেখে রাজ্য পুলিশের ডি জি-কে দু’মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে হাইকোর্টে।”

প্রসঙ্গত, বছর তিনেক আগে মধ্যমগ্রামে এক মহিলা খুনে এখনও অধরা অভিযুক্তরা। সেই ঘটনায় এদিন চরম ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি রাজশেখর মান্থা। সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, “এটা কী বিশ্বাসযোগ্য, তিন বছরেও একটা খুনের মামলায় কেউ গ্রেফতার হলো না! কোনও রাজনৈতিক প্রভাব ছাড়া এটা হতে পারে না! আমি এটা বিশ্বাস করি। তিন বছরেও কোনও তদন্ত এগোল না! ২০২৩ সালে সিট গঠন করে কী হবে? আমি সিবিআই-কে দায়িত্ব না দিয়ে সিআইডি-কে দায়িত্ব দিলাম। কোর্ট খুশি নয়। সিবিআই-কে দিয়ে সময় শুধু সময় নষ্ট হয়েছে। আপনারা যাই বলুন, এটা প্রভাব খাটানো ছাড়া আর কিছুতে হতে পারে না। রাজ্য পুলিশ অযোগ্য, সেটা আমি বিশ্বাস করি না।”

spot_img

Related articles

কুৎসার জন্য AI দিয়ে গলা নকল! শিক্ষামন্ত্রীকে কালিমালিপ্ত করতে উপাচার্যকে ব্যবহার

শিক্ষা দফতর, শিক্ষামন্ত্রী ও সর্বোপরি রাজ্য সরকারকে বদনাম করার জন্য এবার এআই-কে ব্যবহার করা হল কুৎসিত ভাবে। একটি...

আজ বাংলা জুড়ে সংহতি দিবস,শুক্রের সন্ধ্যায় ধর্মতলার মঞ্চে ফের সেই সেনাবাহিনী

তৃণমূলের (TMC) সংহতি দিবসের মঞ্চে এবার হাজির সেনাবাহিনী৷ শুক্রবার বিকেলে বেশ কয়েকজন সেনা আধিকারিক ধর্মতলার মঞ্চ ও এলাকা...

ইন্ডিগোর অচলাবস্থার জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা, অবশেষে মুখ খুললেন সিইও 

গোটা সপ্তাহ জুড়ে ইন্ডিগো (IndiGo Airlines) উড়ানে একের পর এক বিশৃঙ্খলা। কখনও প্রযুক্তিগত ত্রুটি, কখনও কর্মী সংকট, কখনওবা...

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...