Friday, December 5, 2025

বিলকিস কাণ্ডে নয়া মোড়! আচমকাই মামলা থেকে সরলেন বিচারপতি ত্রিবেদী

Date:

Share post:

বিলকিস বানোর (Bilkis Bano) ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের (Supreme Court of India) বিচারপতি বেলা এম ত্রিবেদী। বুধবার মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বেঞ্চে বিচারপতি বেলা এম ত্রিবেদী ছাড়াও ছিলেন বিচারপতি অজয় রাস্তোগী। বিচারপতি ত্রিবেদী সরে যাওয়ার পর এবার নতুন করে বেঞ্চ গঠন করে তারপর এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই মামলাটি শোনা হবে।

উল্লেখ্য, বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত খতিয়ে দেখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra), সিপিএম নেত্রী সুহাষিনী আলি (Suhashini Ali), সাংবাদিক রেবতী লউল (Rebati Lawl), লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রূপরেখা বর্মারা (Rooprekha Verma)। দেশের শীর্ষ আদালত সেই সময় মামলাটি গ্রহণ করলেও বুধবার ঘটনা অন্য মোড় নিল। এবার মামলা থেকেই সরে দাঁড়ালেন খোদ বিচারপতি। তবে বিচারপতির আচমকা এমন সিদ্ধান্তকে সোজাভাবে দেখতে নারাজ রাজনৈতিক মহল। এর পিছনে গেরুয়া ষড়যন্ত্র প্রকট বলেই ধারণা অনেকের। এদিকে বুধবার শুনানি শুরু হতেই বেঞ্চের অন্য বিচারপতি অজয়কুমার রাস্তোগি জানান, বিচারপতি ত্রিবেদী মামলাটি শুনতে চান না। তারপর তিনি নির্দেশ দেন, মামলাটি এমন কোনও বেঞ্চের তালিকাভুক্ত করা হোক যেখানে তাঁদের দু’জনের মধ্যে কেউ থাকবেন না। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ১১ জন ধর্ষক ও খুনির মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিলকিস আর্জি জানিয়েছিলেন শীর্ষ আদালতে। প্রথমে সেই বেঞ্চেও ছিলেন বিচারপতি ত্রিবেদী এবং বিচারপতি রাস্তোগী। কিন্তু ত্রিবেদী পরে নিজের নাম প্রত্যাহার করে নেন।

এদিকে গত ১৫ অগাস্ট বিলকিস বানো কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেয় গুজরাট সরকার। তার আগে, মে মাসে মুক্তির জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন ওই ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত অপরাধীরা। সেই আবেদনের ভিত্তিতে গুজরাট সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। বিজেপি পরিচালিত গুজরাট সরকার ১১ অপরাধীর মুক্তির পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্টে স্বস্তি পায়।

 

 

spot_img

Related articles

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...