ডিসেম্বরে ইনিংস শুরু করলেও তেমন একটা জমিয়ে ব্যাটিং করতে পারেনি শীত। তবে বছরের শুরু থেকেই রাজ্যজুড়ে শীতের চেনা আমেজ। আলিপুর আবহাওয়া দফতর তরফে জানা গেছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে দাঁড়াল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন:কুয়াশার চাদরে মুড়ল তিলোত্তমার আকাশ, বছরের শুরুতেই নামল তাপমাত্রার পারদ
হাওয়া অফিস তরফে খবর, বৃহস্পতিবারের পর থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত অনুভব করবে বঙ্গবাসী। রবিবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও আরও খানিকটা কমবে। সেক্ষেত্রে মরসুমের প্রথম জাঁকিয়ে শীতের স্পেল পেতে চলেছে বাংলা।
দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা নামবে দুই থেকে তিন ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের তিন জেলায়। মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। আগামী চার পাঁচদিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে।
বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে আকাশ কুয়াশায় মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা নামবে। সেই সঙ্গে থাকবে উত্তুরে হাওয়া।
