Saturday, January 10, 2026

UGC: নিতে হবে ছাড়পত্র! ভারতে আসা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি নিতে পারবে না অনলাইন ক্লাস

Date:

Share post:

ভারতে ক্যাম্পাস খুলতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয় (Forgein Universities) । তবে এদেশে ক্যাম্পাস (Campus) তৈরি করতে হলে কী কী বিধি আরোপিত (Rules and Regulations) হবে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির উপর সেবিষয়ে মতামত জানালেন মঞ্জুরি কমিশন (UGC)-র প্যানেলের প্রধান এম জগদীশ কুমার (M Jagdish Kumar)। বৃহস্পতিবার তিনি জানান, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতে ক্যাম্পাস খুলতে চাইলে প্রথমেই তাঁদের ইউজিসি-র কাছে ছাড়পত্র নিতে হবে। ভারতে বিশ্ববিদ্যালয় পরিচালনার যা যা নিয়মকানুন আছে, তা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে মেনে চলতে হবে।

এম জগদীশ কুমার আরও জানান, ১০ বছরের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে প্রাথমিক ছাড়পত্র দেওয়া হবে। তবে শুধু ইউজিসি-র ছাড়পত্রই নয়, তার পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার মাধ্যম (Mode of Education) কী হবে সে ব্যাপারেও জানিয়েছেন ইউজিসি কর্তা। তিনি জানান, ভারতে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিকে পূর্ণ সময়ের কোর্স পড়াতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকে অফলাইন ক্লাস নিতে হবে। তবে অনলাইনল ডিগ্রি বা ডিসট্যান্স লার্নিংয়ের অনুমতি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে দেওয়া হবে না বলে জানিয়েছেন জগদীশ। কিন্তু পড়ুয়া ভর্তির (Student Admission) বিষয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির স্বাধীনতা থাকবে বলে জানা গিয়েছে। জগদীশ কুমার জানিয়েছেন, ভর্তির প্রক্রিয়ার বিষয়টি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি নিজেরাই ঠিক করতে পারবেন।

পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে শিক্ষার মান (Education Quality) বজায় থাকে, সে ব্যাপারেও ইউজিসি-র কড়া নজর থাকবে। জগদীশ জানিয়েছেন, বিদেশে ওই বিশ্ববিদ্যালয়গুলিতে যে মানের পড়াশোনা হয়, সেই মানের পড়াশোনা ভারতের ক্যাম্পাসে করাতে হবে। সেই বিশ্ববিদ্যালয়গুলিকে ফান্ডের বিষয়টি নিয়েও জানিয়েছেন ইউজিসি প্রধান। তিনি জানিয়েছেন, ফরেন দ্য এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে (Foreign the Exchange Management Act) বিদেশি ফান্ডের (Forign Funding) বিষয়টি নিয়ন্ত্রিত হবে। চলতি মাসের শেষে চূড়ান্ত বিধি নিষেধের বিষয়টি প্রকাশ করা হবে জানিয়েছেন তিনি।

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...