Friday, November 14, 2025

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম‍্যাচ হেরে কাকে কাঠগড়ায় তুললেন হার্দিক?

Date:

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ১৬ রানে হারে ভারতীয় দল। আর এই হারের ফলে সিরিজে সমতা ফেরায় লঙ্কানরা। আর এতেই ক্ষুব্ধ ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম‍্যাচ হেরে দলের বলোর অর্শদীপ সিং-কে কাঠগড়ায় তুললেন তিনি। বললেন, আন্তর্জাতিক ক্রিকেটে নো বল করা অপরাধ। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে অর্শদীপকে।

ম‍্যাচ শেষে হার্দিক বলেন,” আগেও অর্শদীপ অনেক নো বল করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে নো বল হল একটা অপরাধ। সেটা ওকে বুঝতে হবে। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। তবেই ও ভাল বল করতে পারবে।”

এখানেই না থেমে হার্দিক বলেন,”বোলিংয়ের শুরুটা ভাল হয়নি আমাদের। ব্যাট হাতেও শুরুটা খারাপ হয়েছে। পাওয়ার প্লে-তে ভাল খেলতে পারিনি। তবে খেলায় একটা দিন ভাল-খারাপ হতেই পারে। আমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব।”

বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে নো বলের নজির গড়লেন ভারতীয় তরুণ বোলার অর্শদীপ সিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে পাঁচটি নো বল করে বসেন অর্শদীপ। তার মধ্যে রয়েছে নো বলের হ্যাটট্রিকও। ম্যাচের দ্বিতীয় ওভারে পরপর তিনটি নো বল করেন তিনি। যা এর আগে কোন ভারতীয় বোলার করেননি। আবার সেই ওভারেরই শেষ বলেই আবার নো বল করে বসেন অর্শদীপ। তাঁর শেষ ওভারে গিয়েও নো বল করেন তিনি। সব মিলিয়ে তিনি এক ম্যাচে মোট পাঁচটি নো বল করেন।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version