Thursday, August 28, 2025

নিজের দেশেই অপমানিত হয়েছেন জিনেদিন জিদান। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) এর সভাপতি লে গ্রেইট অপমানিত করেন জিদানকে। আর এরপরই জিদানকে সমর্থনে নামলেন সেই দেশেরই ফুটবলার কিলিয়ান এমবাপে। টুইট করে এমবাপে লেখেন এভাবে একজন কিংবদন্তিকে অপমান করা যায় না।

ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই প্রাক্তন ফ্রান্স কিংবদন্তী ফুটবলার তথা অন্যতম সফল কোচ জিনেদিন জিদানের কাছে ব্রাজিল, পর্তুগাল এবং বিভিন্ন দেশের হেড কোচ হওয়ার অফার আসতে থাকে। কিন্তু তিনি কোনো দেশেরই প্রশিক্ষণের দায়িত্ব এখনও পর্যন্ত নেন নি। খবর অনুযায়ী তিনি নিজের দেশ ফ্রান্সের দায়িত্ব সামলানোর জন্য বিশেষ ভাবে আগ্রহী।

তবে তার এই আগ্রহের কারণেই তিনি শিকার হলেন চরম অপমানের। তাও আবার নিজের দেশেরই ফুটবল বোর্ডের সভাপতির কাছে।

সম্প্রতি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) এর সভাপতি লে গ্রেইট জিদানের ফ্রান্সের কোচ হওয়ার বিষয়টি নিয়ে বলেছেন, “জিদান? আমার যায় আসে না, তিনি দেশের হোক কিংবা ক্লাবের কোচিং, যা খুশি করতে পারেন। জিদান কি আমাকে যোগাযোগ করার চেষ্টা করেছেন? একেবারেই না, আমি এমনিও তার ফোন ধরতাম না।”

তিনি শুধু জিদানকেই নয়, বর্তমান ব্যালন ডিওর জয়ী খেলোয়াড় করিম বেঞ্জিমাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। ফ্রান্স ফুটবলের সভাপতি বলেছেন, “বেঞ্জিমার অনুপস্থিতি? হয়তো করিম বিশ্বকাপে থাকলে জিরু মাঠে থাকতেন না এবং আমরা বিশ্বকাপে এতো গোল করার সুযোগ পেতাম না।”

জিদানের এই অপমান মেনে নিতে পারেননি এমবাপে। তিনি টুইটারে লেখেন,” জিদান মানেই ফ্রান্স। একজন কিংবদন্তিকে এভাবে অসম্মান করা যায় না।”

সম্প্রতি ফ্রান্সের তরফে জানানো হয়েছে যে ফ্রান্সের কোচ হিসাবে আরও দুই বছর থাকতে চলেছেন দিদিয়ের দেশঁ। ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানো জিদানের বিষয় এমন অপমানজনক মন্তব্যের পরেই ক্ষেপে উঠেছে বিশ্ব ফুটবল। বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারকে নিয়ে এমন মন্তব্য তারই দেশের ফুটবল বোর্ডের মোটেই শোভা পায়না। যদিও জিদান নিজে এই বিষয় এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেন নি।

আরও পড়ুন:এফএ কাপে চেলসিকে ৪-০ গোলে হারাল ম‍্যানসিটি

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version