Wednesday, December 17, 2025

নিজের দেশেই অপমানিত জিদান, ক্ষুব্ধ এমবাপে

Date:

Share post:

নিজের দেশেই অপমানিত হয়েছেন জিনেদিন জিদান। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) এর সভাপতি লে গ্রেইট অপমানিত করেন জিদানকে। আর এরপরই জিদানকে সমর্থনে নামলেন সেই দেশেরই ফুটবলার কিলিয়ান এমবাপে। টুইট করে এমবাপে লেখেন এভাবে একজন কিংবদন্তিকে অপমান করা যায় না।

ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই প্রাক্তন ফ্রান্স কিংবদন্তী ফুটবলার তথা অন্যতম সফল কোচ জিনেদিন জিদানের কাছে ব্রাজিল, পর্তুগাল এবং বিভিন্ন দেশের হেড কোচ হওয়ার অফার আসতে থাকে। কিন্তু তিনি কোনো দেশেরই প্রশিক্ষণের দায়িত্ব এখনও পর্যন্ত নেন নি। খবর অনুযায়ী তিনি নিজের দেশ ফ্রান্সের দায়িত্ব সামলানোর জন্য বিশেষ ভাবে আগ্রহী।

তবে তার এই আগ্রহের কারণেই তিনি শিকার হলেন চরম অপমানের। তাও আবার নিজের দেশেরই ফুটবল বোর্ডের সভাপতির কাছে।

সম্প্রতি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) এর সভাপতি লে গ্রেইট জিদানের ফ্রান্সের কোচ হওয়ার বিষয়টি নিয়ে বলেছেন, “জিদান? আমার যায় আসে না, তিনি দেশের হোক কিংবা ক্লাবের কোচিং, যা খুশি করতে পারেন। জিদান কি আমাকে যোগাযোগ করার চেষ্টা করেছেন? একেবারেই না, আমি এমনিও তার ফোন ধরতাম না।”

তিনি শুধু জিদানকেই নয়, বর্তমান ব্যালন ডিওর জয়ী খেলোয়াড় করিম বেঞ্জিমাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। ফ্রান্স ফুটবলের সভাপতি বলেছেন, “বেঞ্জিমার অনুপস্থিতি? হয়তো করিম বিশ্বকাপে থাকলে জিরু মাঠে থাকতেন না এবং আমরা বিশ্বকাপে এতো গোল করার সুযোগ পেতাম না।”

জিদানের এই অপমান মেনে নিতে পারেননি এমবাপে। তিনি টুইটারে লেখেন,” জিদান মানেই ফ্রান্স। একজন কিংবদন্তিকে এভাবে অসম্মান করা যায় না।”

সম্প্রতি ফ্রান্সের তরফে জানানো হয়েছে যে ফ্রান্সের কোচ হিসাবে আরও দুই বছর থাকতে চলেছেন দিদিয়ের দেশঁ। ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানো জিদানের বিষয় এমন অপমানজনক মন্তব্যের পরেই ক্ষেপে উঠেছে বিশ্ব ফুটবল। বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারকে নিয়ে এমন মন্তব্য তারই দেশের ফুটবল বোর্ডের মোটেই শোভা পায়না। যদিও জিদান নিজে এই বিষয় এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেন নি।

আরও পড়ুন:এফএ কাপে চেলসিকে ৪-০ গোলে হারাল ম‍্যানসিটি

 

spot_img

Related articles

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...

নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল বাহিনী

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে ইকো পার্কের (Newtown fire) কাছে বুধবার সন্ধে সাতটা নাগাদ ভয়াবহ আগুন লাগে। ঘুনি...

ইরানে খেলতে না যাওয়ার জের, মোটা অঙ্কের জরিমানা সঙ্গে কড়া শাস্তি বাগানের

পর পর দুই মরশুম এসিএল(ACL2) থেকে নাম প্রত্যাহারের জের। ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এএফসির টুর্নামেন্টে খেলতে পারবেনা মোহনবাগান(Mohun Bagan),...