Wednesday, May 7, 2025

কর্ণাটকে মোদির নিরাপত্তায় গলদ, নিরাপত্তা ভেঙে মালা পরানোর চেষ্টা

Date:

ফের মোদির নিরাপত্তায় বড়সড় গলদ। এবার বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে(Karnataka)। স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় যুব দিবসে কর্ণাটকের হুবলিতে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। রাস্তার দুপাশে তখন দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। তখনই হঠাৎ হাতে মালা নিয়ে নিরাপত্তার বলয় ভেঙে ঢুকে পড়েন এক যুবক। তিনি গাড়ির কাছে প্রধানমন্ত্রীর(Prime Minister) গলায় মালা পরানোর চেষ্টা করেন। যদিও তাঁকে আটকে দেন প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী ওই যুবকের হাত থেকে মালাটি ছিনিয়ে নেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর জঙ্গি হামলার সম্ভাবনার একের পর এক গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পর নিরাপত্তা ব্যাপক বাড়ানো হয় প্রধানমন্ত্রীর। গত আগস্টে মোদির নিরাপত্তা বলয়ে যোগ দেয় দুটি ‘দেশি কুকুর’। ইতিমধ্যে ‘ক্যানাইন রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার’ থেকে দু’টি কুকুরছানা নিয়ে গিয়েছে ‘স্পেশ্যাল প্রোটেকশান গ্রুপ’। দু’মাস বয়সের কুকুরছানাদের দ্রুত প্রশিক্ষণ শুরু হয়। যা মাস চারেক ধরে চলে। এসপিজি সূত্রে খবর, প্রশিক্ষণের শেষ ধাপ পেরলেই তাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে মোতায়েন করা হবে। তবে কড়া নিরাপত্তার ফাঁক গলে ফের মোদির গলায় মালা দেওয়ার মতো ঘটনায় স্বাভাবিকভাবেই বিস্মিত বিশেষজ্ঞ মহল।

অবশ্য প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির ঘটনা এই প্রথমবার নয়, বছর খানেক আগে পাঞ্জাব (Punjab) সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। উড়ালপুলে ওঠার মুখে বিক্ষোভকারীরা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকায় প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ১৫ থেকে ২০ মিনিট আটকে পড়েছিল। পঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্র। ঘটনার জল সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। সেই সময় পাঞ্জাবের কংগ্রেস সরকার রাজ্যের পুলিশ প্রধানকে পদ থেকে সরিয়ে দেয়। শীর্ষ আদালতে কেন্দ্র দাবি করে, ‘মোদির নিরাপত্তায় গলদ বিরলতম ঘটনা, লজ্জায় পড়তে পারে দেশ’।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version